• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : ভ্রান্তি বিলাপে আমার তুমি

  অমিয় প্রসাদ ধ্রুব

১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২১
কবিতা
ছবি : নাফিসা সিদ্দিকা

তুমি অনিন্দ্য, তুমি আশ্চর্য। প্রথমবারে খুব একটা বুঝতে না পারলেও, আস্তে আস্তে তা টের পেয়েছি। ধীরে ধীরে তোমায় নিয়ে ভাবতেও শুরু করেছি। তোমার সাথে কল্পনারাজ্যে করেছি নানান আঁকিবুঁকি। তোমার কথা ভাবতে ভাবতে কতক সময় রাত পেরিয়ে গেছে তা খেয়ালই করি নি। তোমার জন্য মনটা কেমন যেন উতল থাকে। সব সময় একটা অস্বস্তি, ফোনটা বাজছে না কেন! কেন কোন মেসেজ আসছি না? আশ্চর্য, তাহলে কি নেটওয়ার্কে সমস্যা? অত:পর একসময় অস্বস্তির অবসান হয়। কিছুটা শান্তি,খুব সুন্দর স্বর্গীয় এক অনুভূতি। আচ্ছা এরি নাম কি ভালবাসা! আমার জানা নেই। জানতেও চাই না। আমি এতেই খুশি। মাঝে মাঝে ইচ্ছে করে কি জানতো, তোমার কোলে মাথা রেখে, তোমার চোখে চোখ রেখে বলি ভালবাসি। তোমার হাত দুটোকে শক্ত করে আঁকড়ে ধরে বলি, ভালবাসি। তোমার কপালে ছোট্ট একটা চুমু একে দিয়ে বলি, ভালবাসি। তোমার চুলের গন্ধের মাদকতায় হারিয়ে নিজেকে খুঁজে পেতে পেতে আবার হারিয়ে যাওয়ার শেষ মুহূর্তে বলি,ভালবাসি। হুড তোলা রিক্সায় তোমায় বুকের বাম পাশে আঁকড়ে বলি,ভালবাসি।

কিন্তু এগুলো তো শুধুই কল্পনা।

বাস্তব জীবনে এগুলো কতিপয় মূল্যহীন বিলাপ মাত্র।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড