• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : একটা ঘুড়ি

  শাহ আহমেদ ফিরোজ

১২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৬
কবিতা
ছবি : প্রতীকী

ছেলেবেলায় আমার একটা সুন্দর ঘুড়ি ছিল, ঘুড়িটা না; খুব ভালো উড়তো! প্রতিদিন তাকে শিয়রের কাছে নিয়ে ঘুমতাম পরদিন আবার তাকে মাঠে উড়াতে নিয়ে যেতাম। একদিন ভর দুপুরে মাঠে ঘুড়িটাকে উড়াচ্ছিলাম- এমন সময় একটা দমকা বাতাস এসে ঘুড়িটা সুতো কেটে নিয়ে গেল দূর আকাশে।

কত আখ ক্ষেত, গাছ-গাছালির উপর দিয়ে ঘুড়িটা উড়তেই থাকলো কত মাঠ বন পেরিয়ে উড়েই চললো কিন্তু কিছুতেই নামতে পারলো না সে! আমিও ঘুড়িটার পিছু পিছু ছুটতে লাগলাম এক সময় সে গ্রামের সীমানা ঘেঁষা ছোট নদীটা পার হয়ে গেল অনায়াসে।

আমিও বহু কষ্টে নদীটা পার হলাম ঘুড়িটার দিকে চোখ রেখে আবার ছুটতে লাগলাম। তারপর সে এক সময় প্রশস্ত কচুরিপানায় ভর‍া বড় নদীটাও পার হয়ে চলে গেল সে নদী পার হওয়া সাধ্য ছিল না আমার! আমি তখন ঘুড়িটার দিকে তাকিয়ে অশ্রু সিক্ত চোখে বললাম, হায়রে পাষাণী, আমি তোকে এত ভালবাসলাম তারপরও সুযোগ পেয়ে উড়াল দিলি!

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড