• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : তুমি নেই

  হাসান মাহমুদ

২৪ আগস্ট ২০১৯, ১১:৫১
কবিতা
ছবি : প্রতীকী

অমাবস্যার দীঘল কালো রাত—তুমি নেই। গোরস্থানে ঝুম অন্ধকার। সুরা ইয়াসিন চিরায়ত পাঠ করে অমাবস্যা করি প্রত্যুষে নীলিম আকাশ।

তুমি নেই—তোমার শূন্যতায় ব্যথার নীল চাঁদোয়া মলিন হয় গাঢ় অন্ধকারে।

দেহের মাতমে জিকির তুলি বিরহীসুর—তুমি নেই—পাঁজর ভাঙি বিরহী জিকিরে। তোমার শূন্যতা ঝঞ্ঝা তুলে মনভাঙা ধূসরিত আকাশে। তুমি প্রচ্ছন্ন পাতায় বেদনারকাব্য এঁকেগিয়েছ আমার বুকের পাঁজর ভেঙে। তুমি নেই—আমি শোকাহত হইনি কোনদিন।

তোমার কাফনে আমাকে মুড়িয়েছি বেদনার গাঢ় অন্ধকারে।

আমি তোমার কাছে আসব বলে শ্বাস নির্গমন করি—মৃত্যুর বিষাদিত স্বাদ আস্বাদনের প্রতীক্ষায়। তুমি নেই—আমিও নেই তোমার মাঝে। মৃত্যুর প্রাচীর ভেঙে আসছি—মহাকালে চিরনিদ্রায় শায়িত হয়ে! আমি আসব—তোমার হয়ে। বেদনার নীল সাগর পাড়ি দিয়ে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড