• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : প্রত্যাবর্তনের পথ চেয়ে

  আবু হানিফ জাকারিয়া

২৩ আগস্ট ২০১৯, ১৪:৫৯
কবিতা
ছবি : প্রতীকী

গহীন অরণ্যের বুক চিরে হেটে যাবার কথা ছিল সেই সুযোগ আজো হয়ে ওঠেনি। গভীর সাগরের বুক চিরে চলে যাবার কথা ছিল এই পৃথিবীর অন্য কোন মহাদেশে। স্বপ্ন অবিরাম দেখে যাই শুধু, স্বপ্ন পূরণের বাধা পেরিয়ে উঠতে পারিনি আজো। নিত্যদিনের ছুটে চলা বেড়েই চলেছে ক্রমশ জোটেনি গণ্ডির বাইরে যাবার ফুরসৎ।

এই ছোট ছোট ইচ্ছেগুলো নিয়ে একদিন হয়ত মিশে যাব মাটির গভীরে, অন্ধকারে। স্বপ্নগুলো হারিয়ে যাবে কোন সুদূর অজানায় ফিরে আর আসবেনা এই হৃদয়ে। অন্তিম শয়ানে শায়িত আমার শেষ ইচ্ছেগুলো হয়ত জানতে চাবে কোন প্রিয়জন। আকুল হৃদয়ে ব্যস্ত হয়ে উঠবে পরিবারের লোক মেটাতে সেই অপূর্ণ ইচ্ছের ডালি।

শরীর ও মন আর দিতে চায়না কিছুতেই সায় দৃষ্টি এখন শুধু অনন্ত সময়ের দিকে। অধীর অপেক্ষা এখন প্রত্যাবর্তনের পথ চেয়ে সেই পথ আর সময় হয়ত সন্নিকটে। কি ছিল আর কি নেই সেই হিসাবের দরকার কি? ভবিষ্যৎের সম্বল মেলানোটাই জরুরি। পৃথিবীজোড়া খ্যাতি কাজে আসবে কি কারো অনন্তকালের সম্বল যদি না থাকে?

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড