• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শম্পা মনিমার তিনটি কবিতা

  শম্পা মনিমা

২২ আগস্ট ২০১৯, ১৩:৪৯
কবিতা
ছবি : প্রতীকী

নীল বন্দরে রুপালি ম্যাগাজিন

ফ্রেমের ছবি আর ঘড়ি আজ নিয়ম মেনে এগিয়ে যায় পঁচিশ বছর ধরে খুঁজে চলেছি মায়ার বুকে চোখ ধুয়েছি রাতের স্টেশনে এখন সবুজ বাতির আলোয় কুয়াশা জড়ায়।

ফিরছে রাস্তায় ফিরিওলা কার্নিশে পাখি আর আসেনি খাঁ খাঁ রাস্তায় অভিমান পুড়িয়ে হলুদ মেঘ-ফুল শোচনা করে, ভাঙনের গ্রামে আমাদের সময়ের ওজন গিলছে তোমায়, গিলছে আমায় অন্ধকারের অন্তরালে খরস্রোত ঠিকানায়।

যদি নিমিষে হারায় পরিপাটি জীবন তাই বুকে নিয়ে জেগে থাকি ঠোঁটে বাঁধা মন, হারানো সব নালিশ আজ পরীদের গানে পরিচিত হাত থাক তপ্ত আদরের গালে; আয়না জলের শব্দ ভিড়ে ভুল দাগ মুছি আমি দুহাত দিয়ে মেঘ বোনা বৃষ্টি জানলার শ্রাবণ সন্ধ্যায় অবশ্য থাকবে আমারা যাদুকরী ভালোবাসায়।

বাদল ভেজা ছায়া

কেঁদে আর ভুল করিস না, শাপলা ফুলের চারপাশে পরে থাকা আমি আমার বালিচরে ছিল তোর-আমার ভালোবাসা, ভাঙা চাঁদ উড়ে গেলেও মিথ্যে বুদবুদ ছিল না, মেঘ ডাকা জলের ফেনায় আঁচল মোছা দুপুরে লেখা আছে নিপুণ জলরং।

কাঁদিস না কখনো আর যাবে সময় নিজের মতো, ইচ্ছামতো দেখবি আমি হই বাদল ভেজা ছায়া।

শুধু কি ইচ্ছামতো স্বপ্ন দেখা আমি বলে নেই কি কিছু সেথায়! মুক্ত তুই, মুক্ত তোর ভ্রমণ মনে যাকে রাখতে চাস নি, ছলছল সেই শব্দজল –

তবুও, তার জন্য আজ এতো দূর পাতাল বুকে আমার মানচিত্র হবে রোজ একাকার।

সম্পর্কের নতুন অধ‍্যায়

লবনাক্ত জলাশয়ে দহনলীলা চলে দ্বান্দ্বিক নেশায় যায় দিন , যায় রাত, ডুবো নেশায় ডাকি ,আমি হবো কার, সঠিক পথ কোনটা আমার?

সাজানো উজ্জ্বল মুখে তোড়া ফুলের অমলিন সুখ আমি কি তোমার?

অভাবের অসুখ বেদনা না পাওয়ায় চির গভীর অনলে জাগি একা– আমি কার?

বয়স্ক রোদে পাইনি খুঁজে কথা তবু ডাকিনি তোমায় নিশ্চিত পথে কুড়িয়ে রাখি,সাজাই, ফেলে চলে গেলেও,আবার সাজাই–দিবারাত্রি

পথ ভুলে এসে ছিলে আনমনে আঁকা এক মুখে– সাজানো সম্পর্কে নতুন অধ‍্যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড