• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : অন্ধ

  শওকত সমুদ্র

২০ আগস্ট ২০১৯, ১৫:০৬
কবিতা
ছবি : প্রতীকী

সেই যে কবে তোমার চোখ কাটা পড়লো, কিছু ভুল মানুষের প্রেমে, কোনো ভুল সময়ের কাঁটায়, এরপর তুমি অন্ধ হয়ে গ্যাছো। তোমার বন্ধ চোখে তুমি কল্পনা সাজাও, একরাশ কষ্ট নিয়ে বাসর করো প্রতিরাতে, ধুম্রজালে জড়িয়ে ফেলো অনুভূতিও। কেবলই মনে হতে থাকে, কেউ নেই, কেউ আসবে না। চোখের ক্ষত আরো তীব্রভাবে জেঁকে বসে, তুমি অন্ধ হয়েই থাকো।

কখনো চুপটি করে হাত ছুঁয়ে যায় প্রেম, চুলের ঘ্রাণে মাতাল হয়ে যায় মুহূর্ত, সাতরং মিলে যায় কৌতুকের কারখানায়, তুমি মুচকি হেসে এলিয়ে পড়ো কষ্টের কোলে। কি সুতীব্র টান! কি অমোঘ চক্র! বারো হাট ঘুরে এসে, তুমি কষ্ট কিনে নাও নিজের থেকেই। চোখের যন্ত্রণা বাড়ে না, মনের যন্ত্রণা চোখ খুলতে দেয় না।

এরপর হয়তো আলো এসে দাঁড়ায়, মনজুড়ে, শরীর জুড়ে। কিন্তু তুমি হাতড়ে বেড়াও, আরো একবার ভুল মানুষের ভয়ে। আরো একবার কষ্ট পাওয়ার ভয়ে, বন্ধ চোখেই তাড়িয়ে দাও মূর্ছনা।

মূলতঃ তুমি কষ্টকেই আপন করেছো, তাই কেউ আর ছুঁতে পারে না ওই চোখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড