• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফারিয়াকে উৎসর্গীকৃত

কবিতা : আশঙ্কা

  আহমেদ ফয়সাল

২৩ জুলাই ২০১৯, ১৩:১২
কবিতা
ছবি : প্রতীকী

তোমার পল্লীতে আমি কিছুক্ষণ চারিপাশে নীরবতার সন্ধি হরণ, দু’মুঠো সুখের আশায় হারিয়ে যায় সব সুখ আমার বিশ্বাসঘাতকতায়।

সেদিন কী কাঁদেনি তোমার পল্লীর প্রতিটি মৃত্তিকা কণায় ? আমার আধা আশা মিশে যায় ঐ মৃত্তিকায়, আর বাকিটুকু ক্রোধের অনলে পুড়ে যাওয়া শেষ ছায়টুকুর আঙ্গিনায়।

প্রতিবাদী চেতনা যখন আমার উষ্ণরক্তে টান ধরায় প্রিয় মানুষ গুলো আমার,তোমাদের দিয়ে বলো তখন আর কী করায়। থাকি না আমি আমার প্রিয় পল্লীতে! মান-অভিমান আর স্বার্থপরের প্রলেপন লাগিয়ে।

সে ছিলো রূপের ঘাতক গুনের ঘাতক না সে তো তার স্বপ্নের মায়াজালে বিভোর এক বিশ্বাসঘাতক, তার আঘাতেই আমি আজ সাদা বিছানায় শয্যাশায়ী নীরব এক দর্শক।

লজ্জাহীন কলিংবেলটার নীরবতা ভঙ্গ হওয়ায় তামাকের সাথে সে মধুর মুহূর্তটুকু আমার হারায়। এ কী! পাশে সেই বিশ্বাসঘাতকের অপরিচিত মুখভঙ্গি আর ছলনাময়ী অশ্রু ধারায় বুঝে নিলাম আমি আর থাকছি না এই প্রিয় ধরায়।

হাজারো পাঠক যখন আমার শেষ কবিতা হাতড়ে বেড়ায় শেষ লাইন টুকু আমার অসমাপ্তই রয়ে যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড