• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছড়া : আমার গ্রাম

  মাসুম বিল্লাহ

২১ জুলাই ২০১৯, ১২:০২
কবিতা
ছবি : প্রতীকী

চলন কন্যা চাকল বিলের মধ্যে মকিম পুর নাটোর জেলায় অন্তর্গত থানা গুরুদাস পুর।

এই গ্রামের মাঝে কিছু নিরীহ লোকের বাস জীবন কাটে কোন মত করে চাষ বাস।

মিলে মিশে থাকে হেতায় সবাই সবার চেনা মায়া-চাদরে জড়ানো যেন ভালবাসায় বোনা।

ছবির মত সুন্দর গ্রাম নিখুঁত শিল্পীর কাজ ছয় ঋতুতে ছয় বারে তার হরেক রকম সাজ।

কচি-কাচারা দল বেঁধে সব পাঠশালাতে যায় বিকেল হলে সবাই মিলে খেলতে মাঠে যায়।

শীত-সকালে খেজুরের রস অন্যরকম স্বাদ মেয়ে-জামাই ঘরে আনা করে শত আহ্লাদ।

এই গেরামে গ্রীষ্ম শেষে বর্ষা এলে পরে নাকের জল চোখের জল বৃষ্টি হয়ে ঝরে।

চৈত্র মাসের ভীষণ রোদে পুরিয়ে দেয় গ্রাম পথের ধুলোয় পা পুড়ে আর গরমে ঝড়ে ঘাম।

কাঠ-ফাটা রোদ, বর্ষা-পানি মায়ের বুকে ধুকধুকানি তুচ্ছ করে জ্ঞানের খোজে স্কুলে যায় যাদুমণি।

সেই গেরামেই বেড়ে ওঠা ছোট্ট সোনা আমি মকিমপুর গ্রাম আমার ভালবাসি আমি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড