• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

র ন্ জু খা নের পাঁচটি অনুকবিতা

  র ন্ জু খা ন

২১ জুলাই ২০১৯, ০৯:১৪
কবিতা
ছবি : স্পর্শী মৃত্তিকা

অনাকাঙ্ক্ষিত

চাওয়ার চেয়ে কখনো যদি পাওয়াটাই হয়ে যায় বেশী। মানুষ ভুলে যায় তার অতীত করে বেড়ায় মনের মতো যা ইচ্ছে খুশী!

এখন তখন

একটা সময় ছিলো এক মুহূর্ত যোগাযোগ না হলেই কেঁদে কেটে পুরোটা পৃথিবী করে ফেলতে একাকার!

অথচ এখন! যুগের পর যুগ কেটে যায় খোঁজ না নিয়েই। বেঁচে আছি! নাকি মরেই বেঁচেছি! রোগ শোকে কেমন হয়েছে মুখের আকার!

তালা

তোর ঠোঁটে ঠোঁট চেপে করেছি তালা বন্ধ দুই মুখ। শুধু অন্তরে অনুভূতিতেই এবার ভালোবাসা হোক।

স্পর্শ

এই আষাঢ়ে অলস বৃষ্টি বিকেলে লক্ষ্যহীন করি পায়চারি আমার ধূসর স্মৃতির মাঠে।

যেখানেই পড়ে মোর পদচিহ্ন সেই স্মৃতিখানিই উজ্জ্বলতায় সোনালী হয়ে উঠে।

উপদ্রব

আমি তোমার কাছে মাত্র ক'ফোঁটা বৃষ্টি চেয়েছি। বন্যা দিয়ে তুমি ভাসিয়েই দিলে সব!

সাঁতার তো জানিনা কোথাও নৌকোও নেই। মরেই যাবো, এ যে ভালোবাসার উপদ্রব!

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড