• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

তসলিম হাসানের পাঁচটি গজল

  তসলিম হাসান

২০ জুলাই ২০১৯, ১০:৫৬
কবিতা
ছবি : প্রতীকী

বিরহের রাতে উঠেছে করুণ চাঁদ প্রাণের আরশি ভেঙেছে করুণ চাঁদ।

নয়নের নদী শুকিয়ে গেলে কি প্রেম বাদলের বুকে ভেসেছে করুণ চাঁদ।

চোখের ঝড়েতে হারানো গিয়েছে পথ কবেকার কথা ডুবেছে করুণ চাঁদ।

মরুর কাঁধে যে কায়েস ভাঙলো রাত লায়লা লায়লা ডেকেছে করুণ চাঁদ।

হায় তসলিম দোহাই চোখের জল কালের যাতনে জেগেছে করুণ চাঁদ।

বেদনার দেবতারা জেনেছে গোপনে লুকিয়ে দারুণ ব্যথা রেখেছে গোপনে।

যেমন তোমার লতা মুকুলিত ভাব হিয়ার মাধুরি দিয়ে ঢেকেছে গোপনে।

আমনের দেশে এলো ফলিত ফসল বেহাত শ্রমের বীজ ধুকেছে গোপনে।

শহরে শহরে তার নীরব গোঙানি গ্রামীণ কথার ছলে বলেছে গোপনে।

শরতের মেঘ ছিল ছলনার জাল উদাস হাওয়ার বেগে সরেছে গোপনে।

কান্নার শহরে তুমি এসেছো গোপন প্রিয়ার ছলনা যেন চলেছে গোপনে।

পেরেশানি বেড়ে গেছে তোমাকে পাওয়ার তসলিম নির্জনে কত মরেছে গোপনে।

প্রাণে এক তুষের অনল জ্বলছে নিশিদিন কবে কার আঁখির শিশির ঝরছে নিশিদিন।

মেঘেরা ফুল হতে চায় বসন্ত কালে সে গোপন বিধুর বাতাস পড়ছে নিশিদিন।

বিরহের রওশনি আজ ছুটছে শহরময় মাশুকের ঘরের গলি খুঁজছে নিশিদিন।

হৃদয়ের ভাঙন এখন তোমার হাতে প্রেম হৃদয়ের ফুলের রেনু লড়ছে নিশিদিন।

বাসনার ফুলদানিতে আনত জীবন মদিরার পানশালা এক গড়ছে নিশিদিন।

কাছে আয় মোহের মধু ভুলের পেয়ালায় তসলিমে শীতল মাথায় বলছে নিশিদিন।

ভেতরে ভেতরে এমন দহন হল ফোটার আগেই ফুলের মরণ হল।

কোথায় তোমার বসত প্রাণের সখা কাছে থাকো তবু গভীর স্মরণ হল।

হায়রে পরান শুকনো বালুর চরে আটকে থাকার পানসি যেমন হল।

আয়রে পরান খেলবি বাসর খেলা কলবে কলবে নিত্য নুতন হল।

আপন রঙের জোসনা ছড়ালো কে সে কোনো বিদেশিনী গোপনে আপন হল।

চলরে স্বপন দেখবি দু’চোখ বুজে বেদিল কুমার নিঠুর বেদন হল।

ওঠরে পাষাণ তসলিম যুবরাজ প্রেমের সানাই দুখের কারণ হল।

কার লাগিয়া কারে ছাড়ি এমনি সংসারে হৃদকমলে বলিহারি এমনি সংসারে।

যায় না ধরা অথৈ নদীর ঢেউরে মন আমার চোখের কাছে সুখের বাড়ি এমনি সংসারে।

প্রাণের মরা হইয়া রাধা বৃন্দাবনে গিয়া কীসের লাগি আত্মহারি এমনি সংসারে।

কিসের লাগি মাতম ওঠে বেহুদা পরান ডাকি তোরে অবোধ নারী এমনি সংসারে।

কাছের লোকে দূরে ঠেলে আহা কেমন হাল তুমি বিনে ঘোর আন্ধারি এমনি সংসারে।

ঘর আছে তার দুয়ার নাইরে বিষম জ্বালা তসলিম তোর দোকানদারী এমনি সংসারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড