তৌহিদ আহাম্মেদ লিখন
শাম্মীকে ভেবে
১
মৃত্যুর কাছে জীবনের স্বাদ বড় মধুর—
জীবনের কাছে রক্তমাংসের;
আমার রক্ত-মাংস ভুলে গেছে আমাকে,
তোমার ভালবাসার নদী শুকাবে না জানি—
তবুও তোমাকে ভাবতে হয় আমার।
ভালোবাসার দিব্যি করে বলছি,
তোমাকে ভাবতে গিয়ে শাম্মী.....
আমি ভুলে গেছি আমার রক্তমাংসের জীবনের স্বাদ।
২
কতদিন নদীতে হাঁটতে চেয়েছি পারিনি—
নিজের ছায়াকে জড়িয়ে ধরতে গিয়েও
ধরতে পারিনি। ও এক খোদার অদ্ভুত লীলা;
কতবার চেয়েছি তোমাকে
নিয়ে ভাববো— সেটাও তো পারিনি।
তোমাকে নিয়ে ভাবতে গেলেই.....
ক্রমশই কমে যায় জীবনের কয়েকশো আয়ু।
৩
ধর শাম্মী,— আমাদের যদি আর দেখা নাই-ই হয়
এভাবে চিরকালই যদি অপরিচিত থেকেই যায়;
তবে কি তুমি আমায় ভালোবাসবে না?
তোমার মিষ্টি হাসিতে আমাকে জড়াবে না?
সত্যি না হলেও মিথ্যে করেই—
আমাকে একটু ভালবাসতে চেয়ো!
৪
তোমাকে দেখার জন্য ভেতরে কি ছটফটানি’
যেন আমার হৃদয়ে ঘোড়া দৌড়ায়;
এই ঘোড়ার দৌড়ানো শেষ হবার আগেই—
তোমাকে একবার হলেও দেখতে চাই।
৫
ব্যর্থতা নামক কী এক নিঃসঙ্গতা
চাপিয়ে দিয়েছো মাথার উপর;
আমি আর মাথা তুলে দাঁড়াতে পারি না প্রিয়!
সম্পাদক: মো: তাজবীর হোসাইন সজীব
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
ফোন: ০২-৯১১০৫৮৪
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড