এলমা খন্দকার এষা
সাদা মেঘ নাকি নীল আকাশ? কাঠ গোলাপ নাকি রক্ত জবা কি পছন্দ তোমার? লিখে দিও,,,
ভোরের বৃষ্টি নাকি হীম শীতল রাত? নীল আকাশের নীচে সবুজ শান্ত পথে হাতে হাত নাকি কোলাহলের এই শহরে রিকশায় চোখে চোখ কি চাও তুমি? জানিও কিন্তু,,,
নীল শাড়িতে খোপায় ফুল নাকি কালো শাড়িতে লাল টিপ কীভাবে সাজবো তোমার জন্য? বলে দিও,,,
ঝুম বৃষ্টিতে নূপুরের নিক্বণ নাকি ঝিরিঝিরি বৃষ্টির মেঘলা দুপুরে কাঁচের চুড়ির রিনিঝিনি শব্দ? কী ভালো লাগে তোমার? লিখে দিও,,,
তোমার মননের যত প্রিয় মুহূর্ত তোমার জীবনের যত ভালো থাকার শর্ত সব, সবই দিব তোমায় আমি। বিনিময়ে শুধু চাওয়া একটাই, আমার থেকে তোমার জীবনে আর কিচ্ছু হবে না দামী,,,
ওডি/নিমি
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড