• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : আজীবনের প্রেমিকা

  অমিয় প্রসাদ ধ্রুব

২৫ মার্চ ২০২০, ১৩:২৭
কবিতা
হারিয়ে ফেলবার অকৃত্তিম ভয় গ্রাস করে সর্বস্ব (ছবি : প্রতীকী)

তোমার প্রেমের রক্তিম আবহে ঘেরা আমাকে, তোমায় হারিয়ে ফেলবার অকৃত্তিম ভয় গ্রাস করে সর্বস্ব। হৃদয় খুবলে খায় ক্ষুধার্ত শকুনের ঝাঁক। তার সাথে আমার সখ্যতা ছিলো বহুকালের। তোমায় প্রথম দেখেছি সেদিন, যেদিন গগনের তপ্ত সূর্যের তাপে পুড়ে অধিষ্ঠিত হয়ে ছিলে আমার হৃদ মন্দিরে। তোমার দৈব প্রবিত্রতায় স্নিগ্ধ বৃষ্টিতে ভিজে শুদ্ধ হয়েছি আমি। দেহের রক্তিম রঙে বেশ মানিয়ে ছিলো তোমায় দেবী কাছে যাবার দুসাহস দেখাতে পারিনি। যদি অপবিত্র করে ফেলি তোমায়। মাঝে মাঝে ঈশ্বরকে প্রশ্ন করে বসি, নিখুঁত বিভক্তি দেয়ার প্রয়োজন কী ছিলো খুব? রুক্ষভাষী অপবিত্র এক পাপীর কী খুব প্রয়োজন ছিলো দেবীর প্রেম মগ্ন থাকা? প্রশ্ন করি, শুধুই প্রশ্ন উত্তর পাই না। হয়তো আশা করি না উত্তরের। শুদ্ধতায় ভাসার প্রয়োজন নেই আমার। আমি আজীবন প্রেমিক। আর দেবী? সে আমার আজীবন প্রেমিকা। ধূসর রাতের নিকোটিনে সে আমার সঙ্গী। রুক্ষতায় পর্যবসিত বালুময় দিগন্তে সে শুধু আমারই।

আরও পড়ুন : কবিতা : দ্বিতীয় প্রেম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড