• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : দ্বিতীয় প্রেম

  রিফাত আঞ্জুম শর্মী

২৫ মার্চ ২০২০, ১২:১৩
কবিতা
বছর দুয়েক পরে আবারও ছোঁয়া পেলাম দ্বিতীয় প্রেমের (ছবি : প্রতীকী)

বছর দুয়েক পরে আবারও ছোঁয়া পেলাম দ্বিতীয় প্রেমের। ঠিক যেন ফিরে এল প্রথম ভালোবাসা হয়ে। ‘প্রথম ভালোবাসা’ বললে কিঞ্চিত ভুল হয়ে যাবে। বলা যায়- প্রথম ভালোবাসার শুদ্ধতার আড়ালে এক নিষিদ্ধ কামনা। যেখানে রক্তকাঞ্চনের সুবাসে চাইলেই বুদ হয়ে থাকা যায়, কিন্তু তা স্পর্শ করা মানা। কে জানে- হয়তো আমার স্পর্শে কলংক লেপটে আছে। সেই কলংকের আলতো আঁচড় যদি কখনো বিধে যায় তার কোমল মনে? সে কি পারবে আবার আমার কন্ঠে কন্ঠ মিলিয়ে গাইতে? পড়ন্ত বিকেলের ক্লান শ্রান্ত প্রভাকরের সামনে, পারবে কি আমার সহিত সময়ের কাটাটাকে থামিয়ে দিতে? আমার ভয় হয়,বড্ড ভয় হয়। বারুদের আগুনে ছাইপাশ হয়ে থাকা এই মনের, নিষিদ্ধ চাওয়া পাওয়া গুলি স্পর্শ পেতে চাই ‘তুমি’ নামক সঞ্জিবনীর। এক কাপ চায়ের প্রতিটি চুমুকে ‘তুমি’ নামক সত্ত্বাটাকে চাওয়ার, নিষিদ্ধ কামনা এই পোড়ামনের। কি দুঃসাহসিকতা!কি উন্মাদনা! ‘তুমি’ নামক সত্ত্বায় নিজেকে মেশানোর কি অদম্য বাসনা! কত শত বিনিদ্র রজনী পেরিয়ে গেল একটি কথা ভেবেই- থাকুক না মায়াগুলো অবহেলায় পড়ে তবুও যদি কখনো আমোঘ মেঘের আড়াল হতে একটু হেসে বলে- ‘ওহে হিমাদ্রি! বৃদ্ধ হবি আমার সাথে?’ ‘ভিজবি আমার সাথে শেষ বর্ষায়?’ ‘একটু আমায় বাসবি ভালো?’ আমি হিমাদ্রি, নিজের প্রানটাও তাহার নিকট সোপে দিব। নিঃস্ব মনের এতগুলো করুন আকুতি সবটাই কি তার কাছে নিষিদ্ধ? প্রশ্ন করি নিজের বোবা মনটাকে নেই কোনো প্রত্যুত্তর। সকল প্রকার বাক বিতণ্ডা ছেড়ে নিজেকে বুঝায় ‘হিমাদ্রি, তোমার আকুতিগুলি ভালোবাসার আড়ালে ভিত্তিহীন কামনা’ অতঃপর--- নীল দিগন্তের পড়ন্ত বিকেলে উড়ে যাওয়া পাখিগুলোর মতই অতৃপ্ত মনের নিষিদ্ধ কামনাগুলি ঘুরে বেড়ায় বাস্তুহারাদের মতোন।

আরও পড়ুন : কবিতা : জীবাণুযুদ্ধ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড