• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : করোনা

  অরণ্য রেজা

২৩ মার্চ ২০২০, ১১:২২
ছবি
আক্রান্ত মানুষ, আক্রান্ত মানবতা (ছবি : প্রতীকী)

করোনা, অতি প্রাণঘাতী এক ভাইরাস চীনদেশে উৎপত্তি, ছড়িয়ে পড়ছে ভিন্ন দেশে ছাড়িয়ে সে দেশের গণ্ডি।

আক্রান্ত মানুষ, আক্রান্ত মানবতা স্থবির গোটা দেশ। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব অসহায়।

কেহ বলে চীনের জীবাণু অস্ত্রাগার কেহ বলে পশু, কেহ আবার বলে সামুদ্রিক খাবার উৎপাদনের কেন্দ্রবিন্দু।

সে যাই হোক, বিপন্ন মানবতা, বিপন্ন অর্থনীতি, বিপন্ন যোগাযোগ, জল স্থল কিংবা আকাশ।

বারবার জ্বর, সর্দি কিংবা মাথা ব্যথা সাথে শ্বাসকষ্ট শারীরিক অস্বস্তি লক্ষণ বুঝে দ্রুত যেতে হবে হাসপাতালে।

এছাড়া, এড়িয়ে চলা অপ্রয়োজনে জনসমাগম। প্রয়োজনে যেতে মুখোশ ব্যাবহারে নয় অবহেলা। বারবার সাবান দিয়ে হাত ধুই বিশ সেকেন্ড সময় নিয়ে, তা না হলে সানিটাইজার রাখি সাথে সবসময়।

কোলাকুলি, হ্যান্ডশেক একদম নয়, ইসলামী অনুশাসন, ‘আচ্ছালামু আলাইকুম’ রপ্ত করি অন্তরে।

এড়িয়ে চলি ভাজা আর অতি মশলা খাবার বরং লোড দিই বেশি করে ভিটামিন সি, গলা শুষ্ক না রাখাটা বুদ্ধুমানের কাজ। তৃষ্ণার পানি সাথে রাখা ভালো। এভাবেই করি প্রতিকার এ প্রাণঘাতী ভাইরাস।

আরও পড়ুন : কবিতা : আগুনের গর্ভ থেকে বলছি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড