• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : অভ্যাস বনাম নিয়ম

  নিশীতা মিতু

১৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৮
নিয়ম
ছবি : প্রতীকী

দিনপঞ্জিকার হিসেবে আজ মাঘের শেষ দিন, নিয়মের বেড়াজালে বদলে গেছে বসন্তের প্রথম প্রহর। তবুও পুরনো অভ্যেসে মানুষ আজই বরণ করছে ফাল্গুনকে; অভ্যাসের কাছে নিয়ম টিকে না অনির্বাণ।

তোমাকে আমি কখনো নিয়ম করে ভালোবাসিনি, বাসলে ভালো থাকার প্রয়োজনে তা বদলে নেওয়া যেত। বহুদিনের অভ্যাসকে চাইলেও বদলে ফেলা যায় না, আমি তোমাকে অভ্যাসবশত কারণেই ভালোবাসি।

স্মৃতি তো গায়ের পোশাক নয় যে পাল্টে নেব, তোমার আমার সময় টিকে থাকে জন্মদাগ হয়ে। অনির্বাণ, চাইলেই সব বদলে ফেলা যায় না; নীরবেই তাই যেতে হয় সয়ে।

তুমি মুক্ত বলে যেদিকে ইচ্ছে সেদিকেই যেতে পারো, আমার ডানে আর বামে ধারালো স্মৃতি, পা রাখলেই ক্ষত বিক্ষত হব। পেছনে যে যাব তারও উপায় নেই, পথ ভেঙ্গেই যে পরের পা আগাই!

আরও পড়ুন : সুকান্ত ভট্টাচার্যের ‘জাগবার দিন আজ’

অনির্বাণ, আমার কেবল সামনের পথটাই খোলা। সে পথে আগালেই তোমার বুক খুঁজে পাই। মাঘ বা ফাল্গুনের হিসাব মাথায় ঢুকে না আমার, আমি রোজ ওই বুকেই মুখ গুঁজতে চাই।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড