• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আজকের কবিতা

আল মাহমুদের ‘না ঘুমানোর দল’

  সাহিত্য ডেস্ক

০৭ জানুয়ারি ২০২০, ০৮:৪১
কবিতা
ছবি : প্রতীকী

নারকেলের ঐ লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাদঁ উঠেছে ঠান্ডা ও গোলগাল। ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে এলেম ঘর ঘুমন্ত এই মস্ত শহর করছিলো থরথ।

মিনারটাকে দেখছি যেন দাড়িয়ে আছেন কেউ, পাথরঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ? চৌকিদারের হাক শুনে যেই মোড় ফিরেছি বায়– কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয়।

পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘীটার পাড় এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার। আমায় দেখে কলকলিয়ে দীঘির কালো জল বললো, এসো, আমরা সবাই না ঘুমানোর দল- পকেট থেকে খুলো তোমার পদ্য লেখার ভাজঁ রক্তজবার ঝোপের কাছে কাব্য হবে আজ।

দীঘির কথায় উঠলো হেসে ফুল পাখিদের সব কাব্য হবে, কাব্য হবে- জুড়লো কলরব। কী আর করি পকেট থেকে খুলে ছড়ার বই পাখির কাছে, ফুলের কাছে মনের কথা কই।

আরও পড়ুন- কবিতা : প্রিয়ন্তি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড