• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিজয় দিবসের

কবিতা : বিজয়ের যত অর্থ

  মাহবুব নাহিদ

১৬ ডিসেম্বর ২০১৯, ১১:৩১
কবিতা
ছবি : প্রতীকী

বিজয়, অর্জন, সম্মান, বিজয় তিন অক্ষরের শব্দ শুধু নয়, বিজয়ের সাথে হাজার লক্ষ্য কোটি স্মৃতি জড়িত। বিজয়ের সাথে লেগে আছে আমার শহীদ ভাইয়ের রক্তের গন্ধ। বিজয় বলাটা সহজ, কিন্তু অর্জন এতোটা সহজ কিন্তু নয়। বিজয়ের সাথে কান্না জড়িত, লাখো মানুষের দেশপ্রেম জড়িত, নিজের পরিবার ছেড়ে দেশের প্রেমে ঝাঁপিয়ে পড়া, রক্তের নদীতে লুটিয়ে পড়া, লাশের মিছিলের সঙ্গী হওয়া। কিংবা ধর্ষিতা মা-বোনের রক্তাক্ত কাপড়, জড়িয়ে আছে বিজয় শব্দের সাথে। হায়েনার কালো থাবায় সবুজ মাঠ হয়েছিলো ধুধু মরুভূমি। শত-হাজারো দুঃখিনী সন্তানহারা মায়ের ক্রন্দন। কিংবা পঙ্গু মুক্তিযোদ্ধার লড়াই করে বেঁচে থাকা, লেগে আছে এই বিজয় নামের ভালবাসায়। বিজয় কখনো চেয়ে পাওয়া যায় না, বিজয় কেঁড়ে নিতে হয়, লড়ে নিতে হয়। রক্তের মিছিলে, লাশের মিছিলে সাথী হয়ে যারা এনেছে বিজয়, তাদের জানাই শ্রদ্ধা, সম্মান ও সালাম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড