• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাজী সাবরিনা তাবাস্‌সুমের দুটি কবিতা

ভরা বর্ষায় সোঁদা মাটির গন্ধে মিশে থাকো তুমি

  কাজী সাবরিনা তাবাস্‌সুম

০২ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৫
কবিতা
ছবি : মৃন্ময়ী অনু

সাধ

আমি খুব করে চাই, একদিন তুমি আমায় খোঁজো- এদিক-ওদিক-চারদিক; দিগ্বিদিক, জগত সংসার তন্ন তন্ন করে না হোক, মোমের আলো জ্বালিয়ে পাগল হয়ে না হোক, প্রথমবার প্রেমে পড়া আবেগী প্রেমিকার মত করে না হোক, তুমি অন্তত আমায় খোঁজো, মানিব্যাগের খুচরা পয়সা খোঁজার মত করে, আমায় খোঁজো হঠাৎ জ্বরে ঔষধ খোঁজার মত করে, আমার খোঁজে মাতাল না হও, একটু হলেও ক্লান্ত হও, আমার খোঁজে পাগল না হও, একটুখানি ব্যস্ত হও, আমায় খোঁজো, আমায় একটু কেবল খোঁজো, যেভাবে আমি তোমায় প্রতিটি দিন খুঁজি, তেমন করে আমায় তুমি শুধু একটি দিন খোঁজো।

শুণ্যতা

বিশ্বাস করো প্রিয়তমা আজো আমি বাতাসে তোমার হাসির শব্দ শুনি ভরা বর্ষায় সোঁদা মাটির গন্ধে মিশে থাকো তুমি! দোলনচাঁপার শুভ্রতা তোমাকে মেখে রাখে; জানি আমি জানি বিশ্বাস করো প্রিয়তমা; তোমার সমাধির পাশে যে বাতাস বয়, যে মাটি পথ হয়ে যায়; যে ফুলটি সুবাস ছড়ায়; তারাই তো নিয়ম করে তোমার খোঁজ দিয়ে যায়! তাদের সাথে আমার এখন খুব ভাব! বেশ বেঁচে আছি তোমায় নিয়ে, কেবল তোমার স্পর্শের খুব অভাব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড