• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : তুমি ঈর্ষা

  অনিন্দ্য আনিস

০১ ডিসেম্বর ২০১৯, ১১:০২
কবিতা
ছবি : প্রতীকী

তোমাকে দেখলে আমার ঈর্ষা হয়, তোমার ওই চাঁদ মুখো হাসি মুক্তা ঝরা দাঁত আর- ঘন কালো আঁখির মাঝে আমি যেন হারিয়ে যাই সকালে বিকেলে দুপুরে সন্ধ্যায়- কোন এক অভিসারে, নির্জনে গভীর রাতে, নিরালয়, তোমাকে দেখলে আমার ঈর্ষা হয়।

তোমার ওই দৃষ্টি আমাকে দিয়েছে সৃষ্টি শিল্পীর তুলি নিয়ে এঁকেছি তোমায় হৃদয় যেন মিটিমিটি হাসি তোমার পদ ছাপ যেন স্পষ্ট স্মৃতি, আমাদের গাঁয়ে আমাদের উঠানে পুকুরের সান বাঁধা ঘাটে, আর সেথায়-

তোমাকে দেখলে আমার ঈর্ষা হয়।

জেনেছি তুমি নির্মাণ নও, সৃষ্টি সুন্দর, চাঁদের আলোয় জোছনায় ফুটে ওঠা ফুল,

সৃষ্টির সুর, সুরের বীণা, তোমাকে কাছে পাওয়া আমার সাধ নয়, যেন কল্পনা।

তাই তুমি ঈর্ষা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড