• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : মরীচিকা ভ্রম

  জাহিরুল মিলন

২২ নভেম্বর ২০১৯, ১৬:১২
কবিতা
ছবি : প্রতীকী

তুমি যারে দেখছো সাদা আসলে সে কালো মনের ভিতর শুধুই অন্ধকার বাইরে দেখায় আলো।

সাদা ভেবে কালোরে তুমি শুদ্ধ মনে করো ভুলে তারই মাঝে বিরাজ মন্দ হৃদয় দেখো খুলে।

মিথ্যা দিয়ে সত্য প্রতিষ্ঠা হয়না কোনো কালে মিথ্যায় পাপ বাড়তেই থাকে হাওয়া দিয়ে পালে।

ভুলকে তুমি ভুলে ভেবো না ঠিক মাসুল দিতে হবে পরে মিথ্যার রাজ্যে হয়তো রাজা সঠিক ভাবো যারে।

সাদা-কালো পাশাপাশি চলে সাথে নিয়ে যায় আলো মিথ্যাকে তুমি দাও বিদায় সত্য পথে চলো।

সাদা সেতো বাইরে কেবল দেখায় চমৎকার সাদা চর্ম আছে যাদের বেশি অহংকার।

কবির কথায়-কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবার সমান রাঙা তবুও দেখি জয় সাদারই কালোর সর্বদা হৃদয় ভাঙা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড