• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোহাগ রেজভীর পাঁচটি রুবাইয়াৎ

মানুষ হইয়া জন্ম লইয়া মানুষকে বানাও তাস

  সোহাগ রেজভী

০৯ নভেম্বর ২০১৯, ১৫:৫৫
ছবি
ছবি : প্রতীকী

জীবন ভেলা ভাসিয়ে চলছো মন তুমি কার খেয়ালে, কালের কলে হয়তো থামে আটকায় না প্রস্তর দেয়ালে। তারচে ভালো আলো কিনো, পথের রোসনায় তাই হবে; সুরা সাকি সঙ্গবিহীন, যেতে পারবে না কোন ফাঁক গলে।

ছুটেছি অজানাতে আকাঙ্ক্ষিত মন নিয়ে, সকল কিছু দূর করবো দ্রাক্ষারসটা পিয়ে। কোথা স্বজন কারা কুজন এসব চিন্তা নাই; সাকির হাতের সুরা কেবল নিতে পারি নুয়ে।

মীন রূপে সাঁই অন্ধ গুহায় কেমনে করো বাস? মানুষ হইয়া জন্ম লইয়া মানুষকে বানাও তাস! কোন কলমে নাম্বার বসাও কেন কম বেশি হয়; বাবার আগেই সন্তানের কেন কেড়ে নাও শ্বাস?

সাকি সুরা দাও পাত্র ভরে অমরত্ব লাভ করি, অমূল্য ধনের আশায় তোমায় পেতে ভাব ধরি। যায় চলে যাক কুলমান সব, তুমি যদি হও সাথি; স্বর্গ পেতে মুর্শিদ তোমায় দিবারাত্র শুধুই স্মরি।

এই যে তোমরা বলছো মানুষ আসলে ঠিক তা নয়, মাটির পুতুল শখের গড়া সকল কিতাব তাহা কয়। অল্প আয়ু সুতা দিয়ে ঘুড়ি উড়াচ্ছে সে নিজের মত; বিদায় লগ্ন খুবই কাছে তবু সাধুজনের নাইরে ভয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড