• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সরে যাচ্ছে একুশে গ্রন্থমেলার স্থান

  সাহিত্য ডেস্ক

২৪ অক্টোবর ২০১৯, ১৮:৩৫
ছবি
ছবি : গ্রন্থমেলার নতুন ম্যাপ

সময় ঘনিয়ে আসছে অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এর। প্রতিবারের নেয় এবারও মেলা অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দী উদ্যানে। তবে উদ্যানের পূর্ব পাশ ছবিরহাট থেকে সরে গিয়ে পশ্চিম পার্শ্বের তিন নেতার মাজার প্রাঙ্গণ পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে।

মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মেলার প্রাঙ্গণ পরিবর্তন সম্পর্কে বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব পাশে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত কোনো আয়োজন করা সম্ভব নয়। সেদিক বিবেচনা করে এবারের মেলা উদ্যানের পশ্চিম পার্শ্বে সরিয়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যেই ডিজিটাল সার্ভের কাজ সম্পন্ন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সরকার ঘোষিত মুজিববর্ষ উপলক্ষে ২০২০ অমর একুশে গ্রন্থমেলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হচ্ছে। যার ছোঁয়া থাকবে মেলার সজ্জায়, বইয়ের পাতায়। ইতোমধ্যেই প্রণীত মেলার নীতিমালায় এ বিষয়টি অন্তর্ভুক্ত করেছে মেলা পরিচালনা কমিটি।’

বাংলা একাডেমির এই পরিচালক আরও বলেন, ‘২০১৯ সালের মতো ২০২০ সালের গ্রন্থমেলার নকশা ও সজ্জার দায়িত্বে রয়েছেন এনামুল করিম নির্ঝর। প্রাথমিক নকশা ইতোমধ্যেই করা হয়েছে। এবারের মেলায় আগতরা সোহরাওয়ার্দী উদ্যানের ছবিরহাট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি চত্বর এবং বাংলা একাডেমির বিপরীত পাশ দিয়ে প্রবেশ করতে পারবেন। সবমিলিয়ে ১৩টি প্রবেশদ্বার দিয়ে মেলায় প্রবেশ করা যাবে। তবে মেলার পরিসর ২০১৯ সালের থেকে বাড়ছে না।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড