• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

এসবিএসপি সম্মাননা পাচ্ছেন ৮ জন

  সাহিত্য ডেস্ক

২৯ জুন ২০১৯, ১২:৩০
ছবি
ছবি : এসবিএসপি সম্মাননা

শিল্পসাহিত্যে বিশেষ অবদানের জন্য পঞ্চম বারের মতো আটজনকে সম্মাননা দিচ্ছে ‘সোনার বাংলা সাহিত্য পরিষদ’ (এসবিএসপি)। আগামী ৬ জুলাই বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় এই সম্মাননা প্রদানের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সম্মাননার আয়োজন করেছে সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) ও সহযোগিতায় নীতুল প্রকাশনী।

কবিতায় সম্মাননা পাচ্ছেন আলমগীর রেজা চৌধুরী, শিশুসাহিত্যে মোজাম্মেল হক নিয়োগী, গীতি কবিতায় অতনু তিয়াস, শিশুসাহিত্যে জ্যোৎস্নালিপি উপন্যাসে কিঙ্কর আহসান, সাইন্স ফিকশনে রনক ইকরাম, ছোটগল্পে সাইফ বরকউল্লাহ্, শিশুসাহিত্যে শাম্মী তুলতুল।

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একঝাঁক প্রগতিশীল, মুক্তমনা কবি-সাহিত্যিক নিয়ে গঠন করা হয় ‌‘সোনার বাংলা সাহিত্য পরিষদ’। প্রতিবছরই সংগঠনটির পক্ষ থেকে শিল্প-সাহিত্যে বিশেষ অবদানের জন্য এই সম্মাননায় ভূষিত করা হয়, বলে জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ফখরুল হাসান ও সভাপতি তারেক হাসান। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের সকল কবি সাহিত্যকদের উপস্থিত থাকতে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক নীতুল ইয়াছমিন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড