• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

নতুন বইয়ের বার্তা

গ্রন্থমেলায় রুদ্রাক্ষ রায়হানের ‘জলঘুঘু’

  সাহিত্য ডেস্ক

২৮ জানুয়ারি ২০২০, ১০:২৯
জলঘুঘু
প্রচ্ছদ : কাব্যগ্রন্থ ‘জলঘুঘু’।

অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ পরিবার পাবলিকেশন্স থেকে আসছে রুদ্রাক্ষ রায়হানের কাব্যগ্রন্থ ‘জলঘুঘু’।

জলঘুঘু বইটি চারটি ভাগে ভাগ করে করা হয়েছে। জল জীবন, জলঘুঘু, জলেশ্বরী, জলের গান। প্রথম তিন ভাগে ১৩টি করে কবিতা আর জলের গানে রয়েছে ১৩টি।

জল জীবন সিরিজে নদী, নদী সিকস্তি মানুষের সুখ, দুঃখ, হতাশার জীবন স্বচ্ছ অবয়ব নিয়ে এসেছে। প্রেম, কাম, নারী, নারীর শরীর আর ভেতরের দুঃখ, ক্ষুধা, তৃষ্ণা নিয়ে এসেছে জলেশ্বরী।

জলঘুঘু সিরিজের তেরটি কবিতার সবকয়টি নয় লাইনের পরাবাস্তব কবিতা আর জলের গানের গীতি-কবিতাগুলো কবিতার নতুন পথে হেঁটে যাওয়ার তীব্র অভিপ্রায়।

গুণী প্রচ্ছদ শিল্পী আইয়ুব আল আমিনের প্রচ্ছদ ও অলংকরণে সাজানো জলঘুঘু বইটি মেলার মাঠে পরিবার পাবলিকেশন্সের ২৭০ নাম্বার স্টলে পাওয়া যাবে।

আরও পড়ুন- গ্রন্থমেলায় আসছে তাত্ত্বিক গ্রন্থ ‘গণমাধ্যমের গন্তব্য’

উল্লেখ্য, ‘জলঘুঘু’ রুদ্রাক্ষ রায়হানের দ্বিতীয় কাব্যগ্রন্থ। প্রথম কবিতার গ্রন্থ ‘বহুগামী ঘোড়’ গত গ্রন্থমেলায় পরিবার পাবলিকেশন্স থেকে বের হয়েছে।

ওডি/এসএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড