• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাণ্ডুলিপির কবিতা

আমার যত্নে গড়া রূপকথার সাক্ষী হয়ে বাঁচো

  মিঠুন পাল

০৫ মার্চ ২০২০, ১০:৪৬
প্রচ্ছদ
প্রচ্ছদ : কাব্যগ্রন্থ ‘বিমূর্ত বিজয়িনী’

চুক্তির গুঞ্জন

প্রস্ফুটিত হোক জরাজীর্ণ মৃত্তিকার সকল কলি ভেঙ্গে যাক সকল দুয়ার অভিমানের, মুক্তির টানে।

উচ্ছ্বাসের প্লাবনে নতুন সূর্য উদয়ে ভরাডুবি হোক তোমার নিঃসঙ্গ বারান্দার অন্ধকার করিডোর। অবাক ধরণী হোঁচট খেয়ে দিশা হারিয়ে যাক, আমার একান্ত প্রার্থনার পূর্ণ প্রতিফলন দেখে।

বিমোহের সৌরভে, গুঞ্জনে মুখরিত হবে প্রকৃতি, সংকোচের দেয়াল পাশ কাটিয়ে মিলিত হবে। সন্ধি চুক্তিতে অনুভূতির আদান-প্রদান হবে কোন এক অচেনা জোড়া শালিকের অন্তরীক্ষে।

ঠিকানা

দুঃখ বিলাসের সন্ধ্যায়, আঁধারের নীরবতায় তুমি ও থেকো না হয় কিছুক্ষণ সঙ্গী হয়ে মৌনতার, আমার যত্নে গড়া রূপকথার সাক্ষী হয়ে বাঁচো, মিছেমিছি এ কল্পতরুর স্বপ্ন ঠিকানা হয়েই থাকো।

নিউরনের অস্থির সমুদ্রে তুমি স্রোত হয়ে গর্জন তোল, প্রলয়ের সূচনা হয়ে নোনা জলে আমায় ভাসাও। বারবার ডুবে মরা ক্লান্ত পথিকের মরীচিকা হয়ে বাঁচো, বেসুরো জীবনের সুর হয়ে তাকেও যত্নে কাঁদাও।

প্রতিজ্ঞা

গহীনে হৃদয়ের খুব ছোট কুটিরে রাখব তোমায় ভীষণ আগলে ঝড় ঝঞ্ঝাট র মিথ্যের দুনিয়ায় থাকব একদম আলাদা, সুরক্ষিত।

তুমি হাসবে, গাইবে গান গুনগুনিয়ে মন বেশি ভাল থাকলে নাচতেও পারো। ভ্রমর এসে থমকে যাবে সীমানায় এসে, বসন্ত উদার হবে ছড়াতে অকুণ্ঠ কৈশোর।

তোমার মন খারাপ হবে হয়তো, যদি আমি দেরি করে ফেলি ঘরে ফিরতে। অবচেতনে তখন বেহালাটায় একটু ছুঁয়ে দিও বাতাসের দূত পৌঁছে দেবে তোমার বিষাদের সুর।

শত পথের বাঁধা তুচ্ছ করে, দূরত্বের বেড়াজাল ডিঙ্গিয়ে, অন্ধকারের নীরবতা সঙ্গী করে, ফুলের সৌরভ নিয়ে, আমি ছুটে আসবো, আসবোই প্রিয়তমা। তুমি খানিক ভুল করে হলেও ডেকো আমায়...

আগ্নেয়গিরি

ছিলাম ভালো এইতো সেদিনো বুঝতেই পারিনি তখনো তুই ছিলি, খুব গোপনে বুকের ভেতর।

সুপ্ত হৃদয় না হয় ঘুমিয়ে ছিল কেনই বা তাকে জাগালি? কিসের নেশায় জ্বালালি দহন ফেললি করে দিশেহারা?

এখন আমি ভীষণ এলোমেলো রোজ ভাঙ্গছি বুকের পাঁজর, শব্দস্রোতে ভাসছি মাঝ গঙ্গায় খুঁজে চলেছি তোর চোখের পলক।

আমি কি খুব মন্দ মানুষ? লাজুক ছিলাম,বেখেয়ালি আছি, দেখতে জানি ভারী বেখাপ্পা।

তবুও তুই কি জানিস? নষ্টে পোড়া নিকোটিনের শহরে হারিয়ে যাওয়া ‘আমি’র মাঝে যত্নে থাকে তোর জন্যে বন্দী মন।

আরও পড়ুন : আর নারী—তোমার মা’য়ের মত জান্নাত

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড