• বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাণ্ডুলিপির কবিতা

দিনে দিনে সবকিছু হয়ে যায় বেদখল

  মোক্তার হোসেন

২৮ জানুয়ারি ২০২০, ১১:৩৪
চিল্লাই কিল্লাই
প্রচ্ছদ : ছড়াগ্রন্থ ‘চিল্লাই কিল্লাই’

চিল্লাই কিল্লাই

কোন কিছু ঘটলেই কোন কিছু রটলেই তারপর দল বেঁধে কিছুদিন চিল্লাই - কিল্লাই?

আগে-পরে ঘুম যাই ঘুম ছাড়া কাম নাই এই ফাঁকে হরিলুট, তারপর চিল্লাই - কিল্লাই?

দিন শেষে ভুলে যাই ভুলগুলো গিলে খাই খানা পিনা শেষ হলে হুদা কামে চিল্লাই - কিল্লাই?

আগে এতো গলাবাজি - থাকে কই? ঘটনার পরে কেন - হৈ চৈ? 

বেদখল

সবকিছু হয়ে গেছে বেদখল, দিনে দিনে সবকিছু হয়ে যায় বেদখল

শৈশব কৈশর খাল নদী মাটি ঘর

পথ ঘাট ইশকুল প্রজাপতি পাখি ফুল

সবকিছু হয়ে গেছে বেদখল, দিনে দিনে সবকিছু হয়ে যায় বেদখল

রঙতুলি পেন্সিল হাসিমুখ খিল খিল

প্রতিবাদ সংগ্রাম নীল চিঠি ভরা খাম

সবকিছু হয়ে গেছে বেদখল, দিনে দিনে সবকিছু হয়ে যায় বেদখল শ্বাপদের ঝংকারে খুনে নদী ছলছল।

দুরমুজ

যেই শালা মুখ খোলে মেরে চাপা ভেঙে ফেল্ গিরা নলি গুঁড়া করে চুল কান ছিঁড়ে ফেল্

হাত ছিঁড়ে নাক ছিঁড়ে টেনে টুনে দাও জেল্ জিভ করে কচুকাটা তছনছ করে ফেল্

যেই শালা দেখে ফেলে চোখ তার তুলে নাও থ্রেট করে ঘর থেকে তুলে তারে নিয়ে যাও

যেই শালা ফাল্ পাড়ে পিছ মোড়া করে ধর ছাল তুলে নুন মেখে কলিজটা ভুনা কর

যেই শালা হাঁটে দেখো শিনা করে টান্ টান্ দুরমুজ দিয়ে ছেঁচে করে ফেল্ খান্ খান্।

বাঁশ ডলা

কসাই কাদের যাওয়ার পরে কব্বরে বদ্ দোয়া দেয় পাশের বাড়ির জব্বরে ফেরেস্তারা জিগায় ‘কাদের-ঘটনা কী’ মানুষ জবাই করছো তুমি, ছি ছি ছি!

কাদের বলে ওই শালা সব মালাউন নিজের হাতে জবাই দিছি, করছি খুন ডিস্টার্ব আর করবি না কেউ, সর দূরে আমার জন্য সরাব আনবে কোন হুরে?

কোন রাস্তায় বেহেস্তে যায় সেইটা বল্ হুরের বাড়ি কোথায় আমায় লইয়া চল্ তাদের নাচন এক্ষুনি যে দেখতে চাই সইছে না তর আমার অতো ধৈর্য্য নাই

ফেরেস্তারা বলেন মিয়া - চুপ মারেন সুয়াল-জওয়াব পর্বটাতো শেষ করেন নিরীহ সব মানুষ মাইরা ভাব দেখান ধর্ম নিয়ে অঙ্কবাজির ফল মিলান

কাদের বলে এসব আমি শুনছি কী ফেরেস্তারা শোর তুলেছে, ছি ছি ছি সবাই মিলে দিচ্ছে তারে কান মলা তার পরেতেই হইছে শুরু বাঁশ ডলা।

উন্নয়নের চাটনি

পেঁয়াজ ছাড়া রান্না জানি সাবান ছাড়া কাচতে না জানি হায় শিখতে হবে খালি পেটেই বাঁচাতে

লবণ ছাড়া রান্না শিখি ইলিশ ছাড়া সরষে পানি খেয়েই থাকতে হবে সবাই বলো জোরশে

হাওয়া খাবো বাতাস খাবো উন্নয়নের চাটনি মধ্য আয়ের দেশে এখন করবো কেন খাটনি

চাল ডাল তেল আদা জিরা এসব ছাড়াই চলছি ধুত্তুরি ছাঁই পরের কথা আগেই কেন বলছি।

আরও পড়ুন- কুমারী কাগজে কলমের ফাঁদ পেতে বসে থাকে কবি

ওডি/এসএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড