• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাণ্ডুলিপির অব্যক্ত কথা

জীবনের গল্প ‘রুবি রহস্য’

  ফারজানা ববি

১৭ জানুয়ারি ২০২০, ১৩:২৩
প্রচ্ছদ
প্রচ্ছদ : গল্পগ্রন্থ ‘রুবি রহস্য’

হয়তো বিকেলের মিষ্টি রোদে সুদূরে চোখ পেতে ব্যালকনিতে দাঁড়িয়ে চা খাচ্ছি, ঠিক তখনই একেবারে হুট করে কিছু চরিত্র গল্প হওয়ার জন্য আকুতি জানিয়ে বসল। কিংবা কোথাও বেড়াতে যাচ্ছি, চোখের সামনের কিছু জীবন্ত চরিত্র জানিয়ে দিলো গল্পরা সত্যি হয়ে ওঠে বলেই না বলা হয় ‘জীবন থেকে নেয়া।’

এমন ছোট ছোট কিছু ঘটনা কিংবা চরিত্রের উপস্থিতি ‘রুবি রহস্য।’ সমাজ, সংসার, পারিবারিক টানাপোড়েন, মনস্তাত্ত্বিক বিষয়াদি, সমাজের শ্রেণিভেদ সবকিছু এক মলাটের ভাঁজে আবদ্ধ করতেই আমার এ ক্ষুদ্র প্রয়াস। কিছু গল্প পড়লে মনে হতেই পারে এটা আমাদের সমাজের চারপাশে ঘটে যাওয়া ঘটনারই চিত্রায়ন।

এই বইটা লিখতে আমাকে ভাবতে হয়নি। মনের আঙ্গিনায় চরিত্রগুলো ঠিক যেভাবে ধরা দিয়েছে, ঠিক সেভাবেই তাকে সাজানো হয়েছে। কল্পনাপ্রসূত অবাস্তব গল্পের চেয়ে প্রাধান্য পেয়েছে জীবনে ঘটে যাওয়া হরেক রকমের বর্ণিল কিংবা একেবারে সাদামাটা জীবনঘনিষ্ট চিত্র।

‘রুবি রহস্য’ তীব্র বেদনাকে ছাপিয়ে আমাকে নির্মল সুখের সন্ধান পাইয়ে দিয়েছে। এক মলাটের ভাঁজে এত অনুভূতিকে জড়ো করতে পারার আনন্দ কোনো শব্দেই প্রকাশ করা সম্ভব না। পাঠককে এক বইয়ের মাধ্যমেই ভিন্ন ভিন্ন অনুভূতির স্বাদ পাইয়ে দেয়ার সবটুকু আয়োজন সম্পন্ন করেই প্রকাশ হচ্ছে বইটি।

আরও পড়ুন : সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের গল্প ‘তিন নাম্বার সেল’

বইটি প্রকাশ করেছে কেন্দ্রবিন্দু প্রকাশনী। প্রচ্ছদ এঁকেছেন সালমান আব্দুল্লাহ। অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাবে ৪৯৬ নম্বর স্টলে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড