• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাণ্ডুলিপির অব্যক্ত কথা

যে গল্প মায়ের

  খলিলুর রহমান নাফে

১৪ জানুয়ারি ২০২০, ১৫:৩২
উপন্যাস
প্রচ্ছদ : উপন্যাস ‘যে গল্প মায়ের’

আমরা সবাই মাকে ভালোবাসি। প্রাণভরে শ্রদ্ধা করি। মায়ের ভালোবাসার পরিমাণ বোঝাতে সব লেখকই অকপটে বলে ওঠেন মায়ের কোনো তুলনা হয় না, উপমা নেই। মায়ের রূপরঙ বর্ণনা করতে গিয়ে বলেন, মা চাঁদের চেয়েও সুন্দর।

চাঁদকে আমরা কখনো কষ্ট দেই? না। চাঁদ থেকেও সুন্দর মা আমার ঘরে। তাকে কখনো কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না বলে আল-কুরআন। ‘মায়ের পায়ের নীচে সন্তানের বেহেশত।’ বলেছেন, আল্লাহর নবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি।

রবীন্দ্রনাথ ঠাকুর মায়ের কবিতায় লিখেন- ‘শুধু যখন আশ্বিনেতে ভোরে শিউলিবনে শিশির-ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে; তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে।’ কাজী নজরুল ইসলাম কত সুন্দর বলেছেন- ‘তারপর কত দুঃখে আমারে ধরিয়া বুকে করিয়া তুলেছে মাতা দেখো কত বড়, কত না সে সুন্দর এ দেহে এ অন্তর সব মোর ভাই বোন হেথা যত পড়। মা কবিতার শেষে কবি কী দারুণ করে মায়ের অনুগত হতে বিনয়ের সুরে বলে যান, আয় তবে ভাই বোন, আয় সবে আয় শোন গাই গান, পদধূলি শিরে লয়ে মা’র; মা’র বড় কেহ নাই- কেউ নাই কেউ নাই! নত করি বল সবে ‘মা আমার! মা আমার!’

(নাফে হটাৎ বই প্রকাশে এত আগ্রহী হলে কেন? এখনো তো তোমার সেই বয়েস হয়নি।) ইনবক্সে জিজ্ঞেস করেছিলেন এক শুভার্থী। উত্তরে কী বলব ভেবে পাচ্ছিলাম না। এমন প্রশ্ন আপনার মনেও উঁকি দিচ্ছে তাই না পাঠক? আশা করি জবাব পেতে কষ্টবোধ করেননি!

‘যে গল্প মায়ের’ প্রকাশিত হবে মাকতাবাতুর রাবেয়া থেকে। পরিবেশনায় থাকছে সিলেটের সম্ভ্রান্ত লাইব্রেরি ‘মাকতাবাতুল আযহার’।

আরও পড়ুন- মন খারাপ দূরে ফেলে খিলখিলিয়ে হেসে উঠতে ‘অপারেশন নোয়াখালী’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড