• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : একটা আকাশ পেলে

শরীফ আবদুল্লাহ

  সাহিত্য ডেস্ক

২৪ জুলাই ২০১৯, ১১:০৯
আকাশ
ছবি : প্রতীকী

আমাকে একটা আকাশ দিলে আমি কতগুলো ফানুশ উড়িয়ে দিবো, জ্যোৎস্না ভরা রাত দিবো টুকরো সাদা মেঘ দিবো শুধুমাত্র একটা আকাশ পেলে অস্থির সব যন্ত্রণা তীব্র বেগে ছুঁড়ে দিবো ব্ল্যাক হোলের দিকে। আমাকে একটা আকাশ দিলে আমি আবার সাতাশ বছরের বয়স্ক মাথা তুলে দিবো উর্ধ্বে কণ্ঠ কাঁপিয়ে আছড়াবো মুখস্ত কবিতার রুঢ় অক্ষর, বুক ফুলিয়ে বলবো- কাউকে পরোয়া করি না, লজ্জাকে আমি ঘৃণা করি; শুধুমাত্র একখণ্ড আকাশ পেলে একটা বুক চাপা অভিমান দীর্ঘশ্বাস দিয়ে ছেঁড়ে দিবো মহাশূন্য বরাবর। যারা অভিশপ্ত হতে ভয় পায় তারা আমার আকাশের তলে স্থান পাক, আমি চাই- যারা কার্পণ্য নিয়ে বেঁচে আছে তারা আমার আকাশের নিচে নিরাপদে থাকুক। যতটুকু অস্বস্তি নিয়ে দাপড়াচ্ছে সময় নিয়মের প্রতিকূলে নিয়ম হয়ে, সরলের পরিবর্তে জটিল গোলকধাঁধার রোমন্থনে পেঁচিয়ে যাচ্ছে দীর্ঘদিনের পরিচয়; যতটা উত্তেজিত হয়ে খুন হচ্ছে আজন্ম জেগে থাকা অপেক্ষারত মহাপ্রেমিক, নিখোঁজ হচ্ছে জেলেপল্লী থেকে কপিলারা যতটা জ্বলছে এ হৃদয়- আমি কোনোরকম একটা আকাশ পেলে ব্যথিত হয়ে বৃষ্টি দিয়ে সবাইকে তা-ই ভিজিয়ে দিবো। কেমন যেনো নিঃস্ব লাগে মনে হলে বজ্র দিয়ে ছাঁই করে দেই নস্টালজিয়া, কেমন যেনো অন্ধ লাগে মনে হলে তারা দিয়ে রঙ করে দেই চক্ষু-হিয়া। সাইবেরিয়ার পরিযায়ী উড়ে আসে খালিখালি মনে হলে- টিয়া, শালিক, বাজপাখিটা আমার একটা আকাশ হলে দেখবে তুমি কেমন আছি পৃথিবীতে, দেখবে তুমি; হয়তো তুমি থাকবে সেথা। আমার একটা আকাশ হলে আতশবাজির ছড়াছড়ি, উৎসব সব- রোদ্রু-ছায়ার বাড়াবাড়ি; জানবে সেদিন, নিজস্ব আকাশের কোনো সীমানা থাকে না।

ওডি/এনএম

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড