• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

একরাম আজাদের পাঁচটি কবিতা

  একরাম আজাদ

১০ জুলাই ২০১৯, ১১:২৫
কবিতা
ছবি : প্রতীকী

ঘোড়া

অগ্রজ কবিগণ হঠাৎ অশ্ব নিয়ে মাতোয়ারা হলেই আমার মনে পড়লো, মা শৈশবে খুব ঘোড়ার গল্প শোনাতেন- কালো লাল শাদা ঘোড়ার গল্প। তন্ময় হয়ে আমি সাদা ঘোড়ার পিঠে চেপে অলৌকিক বিশ্বের দিকে রওনা হতাম। আপ্লুত হয়ে, ভয়ার্ত হয়ে, বিষণ্ণ হয়ে নানান রঙের ঘোড়ার দেশে ঘুমিয়ে পড়তাম রোজ।

এখনও খুব ঘোড়া পছন্দ আমার- উজ্জ্বল সোনালী ঘোড়া। তীব্রযৌবনা কোনো অশ্ব, যার চারটি খুরের বদলে থাকবে তুলতুলে বিশটি আঙুল এবং মাংসল উরুর দুটি মাত্র পা; আর আরোহী হয়ে অলৌকিক জান্নাতে পৌঁছে যাবো আমি!

আজকাল ঘোড়া মানে বুঝি মৈথুনকামি কোনো সোনালী চুলের নারী, যে ঘোড়ার ভঙ্গিতে আসন নিতে জানে!

বিড়াল

নাগরি চাকার মিতোন আসন্ধ্যা বহুমুখী প্রতারণার রমণীয় ভিড় উজিয়ে রাত্তিরে যখন স্বদখলের খুপরিতে ফেরত আসি, কিশোরী প্রেমিকার হৃদ্যতাও আর টানতে পারে না আমায়! বরং আমি সটান শুয়ে পড়ি উত্তর থেকে দক্ষিণে।

অথচ মাঝরাতে আমার দরোজায় ওঠে কান্নার রোল..। দুর্নীতিবাজ কোনো কালো বিড়াল প্রিয় প্রাক্তনের সুর নকল করে বিলাপ ধরে অসহ্য অতীত স্মৃতির। আর ক্রুদ্ধ আমি লাঠি-হাতে তেড়ে গিয়েও ব্যর্থ হই প্রত্যেক প্রত্যুষ।

নেহা’ত এক মামুলি বিড়াল আমায় হারিয়ে দেয়!

যদিচ শিঁকে ছিঁড়ে

ধারাপাতের পঁচিশটা উষ্ণতরো বসন্ত পেরিয়ে যদিও এখন সূর্য উলম্ব বিষুবরেখায়, আমার প্রেম আজও আঁটা চৌদ্দের খামে!

বিষণ্ণ একেকটা দিন হতাশার ল্যাজ ধরে ক্রমে রাত্তিরে গিয়ে ফুরায়; তবু রঙ্ধরা খেজুরের মতোন সরস ঠোঁটে মুখ দেবো বলে আহতো ক্লাউনের বেশে একনাগাড় ফুঁকে যাই তপ্ত মাউথ অর্গান... যদিচ শিঁকে ছিঁড়ে বিড়ালের ভাগ্যে!

কোন রঙের পাঞ্জাবিতে তোর মনে ধরবে রে কিশোরী?

তোমার বুকে এখনও কি শুধুই মাংসের গন্ধ

শোর উঠেছে

আষাঢ়ের পালকে আগুন লেগেছে এবার! মেঘকে ভালোবাসতে গিয়ে গতোকাল নাকি পুড়ে গেছে দু’জোড়া কুমারীঠোঁট, ও-পাড়ায় তাই বিদ্রোহ করছে সব সফেদ সারস।

তুমি বললে বর্ষাকে সতীন ভাবো সেই থেকে আমি চাতকের বিরোধিতায় নেমেছি; চেয়েছি শ্রাবণ নামের কোনো মাস বৃষ্টির নিধিত্ব না করে বোশেখী ধোঁয়া উঠুক প্রত্যেক আষাঢ়ে-আকাশ বেয়ে।

আমার ভালোবাসা যে সত্যিকারের আজ তবে প্রমাণ হলো! তোমার বুকে এখনও কি শুধুই মাংসের গন্ধ, বরুণা?

সিঁদুর

টুকটুকে লাল একটা বুলেট হবে কমরেড? প্রেমিকার কপালে পুঁতে দেবো

প্রেমের নাম করে এদ্দিন যে বিয়ের বর খুঁজেছে!

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড