• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রকাশে রেকর্ড ভাঙল ‘দৈনিক বজ্রকন্ঠ’

  সাহিত্য ডেস্ক

২৫ জুন ২০১৯, ০৯:৪৬
ছবি
ছবি : কবিতা বিষয়ক দৈনিক পত্রিকা ‘দৈনিক বজ্রকন্ঠ’

প্রতিটি পত্র-পত্রিকা নিজস্ব ঘরনা থাকে। সে নিরিখে সংশ্লিষ্ট পত্রিকাটি কতখানি সমৃদ্ধ হলো তা তাদের সময়, অভিজ্ঞতা কিংবা কাজের মধ্য দিয়ে পরিচয় মেলে। আর তা যদি হয় তারুণ্য নির্ভর তবে সেই পত্রিকার প্রাণশক্তি অনেকাংশেই তীব্র ও গতিশীল হবে, বিষয়টি আসলে বলার অপেক্ষা রাখে না। ২০১৮ সালের ২৬ জানুয়ারি সম্পূর্ণ তারুণ্যের উন্মাদনা নিয়ে যাত্রা শুরু করে বাংলা ভাষার কবিতা বিষয়ক একমাত্র দৈনিক পত্রিকা ‘দৈনিক বজ্রকন্ঠ’। ভাবা যায়! কবিতা বিষয়ক কাগজ দৈনিক? হ্যাঁ, এমনটাই সত্যি হলো। অবশ্য শুরুর দিকটায় তখন কেউ ভাবতে পারেননি একজন তরুণ কবি আবেগ এবং অপার ভালোবাসায় সেই পত্রিকাটি ক্লান্তিহীন ৫০০টি সংখ্যায় পৌঁছে দিবে। কেবল বাংলা সাহিত্যের নয় বিশ্বের সব ভাষায় প্রকাশিত কবিতা পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সমস্ত ইতিহাস ভেঙে প্রকাশের জগতে সর্বোচ্চ জায়গা দখল করে নিলো পত্রিকাটি।

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী শহর আগরতলা থেকে এই পত্রিকাটি শুরু করেন শূন্য দশকের তরুণ কবি রাজেশ চন্দ্র দেবনাথ। জানা গেছে, এই মুহূর্তে কবিতা লেখা ও পত্রিকা সম্পাদনাই তার একমাত্র ধ্যানজ্ঞান।

চলতি বছরের গত ৯ জুন এই তরুণ কবির সম্পাদিত পত্রিকার ৫০০তম সংখ্যা প্রকাশ করে বিশ্ব সাহিত্যের ইতিহাসে সর্বোচ্চ মাইলফলকে নিজের নামটি অত্যন্ত যোগ্যতার সঙ্গে তুলে ধরেন। এই সংখ্যায় কবিতা লিখেছেন কবি প্রভাত চৌধুরী, কবি সুবীর সরকার, কবি সানি সরকার, কবি অর্থিতা মণ্ডল, কবি তাহমিনা শিল্পী এবং কবি বিশ্বরাজ ভট্টাচার্য্য। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও প্রবলভাবে আলোচনা হচ্ছে।

সম্পাদক রাজেশ চন্দ্র দেবনাথের কথায়, ‘আমরা এখানে থামতে রাজি নই। পত্রিকা যেভাবে নিয়মিত প্রকাশিত হচ্ছে তেমনি প্রকাশিত হবে। বরং আরো নতুন নতুন ভাবনার প্রলেপ এসে লাগবে পত্রিকার ডানায়।’

‘বিশ্বের একমাত্র দৈনিক কবিতা পত্রিকার সম্পাদক এই মূহুর্তে আপনি। বিষয়টি নিয়ে আপনার কেমন লাগছে এই প্রশ্নের উত্তরে সহজ সরল স্বীকারোক্তি প্রকাশ করেন সম্পাদক রাজেশ। তিনি বলেন, সত্যি বলতে খুবই ভালো লাগছে। তবে এই ভালোলাগা অর্থাৎ আত্মতৃপ্তি দীর্ঘস্থায়ী হলে দৈনিক বজ্রকন্ঠ এর গায়ে সেই আঁচ এসে লাগবে। হয়তো সেই আত্মতৃপ্তিই পত্রিকা বন্ধের দিকে ঠেলে দিতে পারে আমাদের সমস্ত পরিশ্রমকে। তাই আপাতত পত্রিকার আগামী ভাবনা ও গঠন বৈচিত্র্য ছাড়া আর কিছুই ভাবতে চাইনা।’

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড