• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাসুদ খানের তিনটি গীতিকবিতা

  মাসুদ খান

২২ মে ২০১৯, ১৩:৫৬
কবিতা
ছবি : প্রতীকী

বাতাস তোমার আভাস এনে দিলো সেই আভাসে তোমার খোঁজে যাই খুঁজতে খুঁজতে অনেক দূরে এলাম এখন তো আর ফেরার আশা নাই।

একঝলক দেখেছিলাম তোমায় বিজলিদিনে, ছায়া-ছায়ার মতো ওই একবারই দেখা আমাদের হঠাৎ-আলোয় হঠাৎ-ছবির মতো। তারপর তো কিছুতে হায় আর দেখা না পাই এখন তো আর ফেরার আশা নাই।

বাতাস তোমার আভাস এনে দিলো সেই আভাসে তোমার খোঁজে যাই খুঁজতে খুঁজতে অনেক দূরে এলাম এখন তো আর ফেরার আশা নাই।

তোমায় খোঁজা এখন আমার হায় সারাদিনের সারাক্ষণের নেশা জাগরণে স্বপ্নে ধ্যানে শুধু তোমার মায়া তোমারই ঘ্রাণ মেশা। তোমার খোঁজে সাগর পাহাড় কত কী ডিঙাই এখন তো আর ফেরার আশা নাই।

বাতাস তোমার আভাস এনে দিলো সেই আভাসে তোমার খোঁজে যাই খুঁজতে খুঁজতে অনেক দূরে এলাম এখন তো আর ফেরার আশা নাই।

ভিন্ন ভুবনে ভিন্ন নদীর বাঁকে আমার বন্ধু নদীর কিনারে থাকে।

নাম তো জানি না, ধাম তো চিনি না, তা-ও বন্ধু আমার বিরাজ করে কোথাও না কোত্থাও!

দূরে তার দেশ কাঁপা-কাঁপা রূপকাহিনির মতো কাঁপে বন্ধু আমার নদীর কিনারে থাকে…

অপর ভুবনে অপরা নদীর বাঁকে আমার বন্ধু নদীর কিনারে থাকে।

তার দেশ থেকে আসে সন্দেশ সন্ধ্যাবাতাসে ভেসে অচেনা পুলক শিহর তুলছে পুরনো শরীরে এসে কিছু তার পাই অচেনা হাওয়ায়, আর কিছু পাই ডাকে আমার বন্ধু নদীর কিনারে থাকে…

ভিন্ন ভুবনে ভিন্ন নদীর বাঁকে আমার বন্ধু নদীর কিনারে থাকে।

বহুকাল পরে তীর্থ বসেছে দূরে আলো জ্বলে আজ ওই দ্যাখো ওই উজ্জ্বল রূপপুরে। মন যেতে চায়, আহা কীভাবে যে যাই! ঠিকানা জানি না, পথও চিনি না, হায় শেষ নৌকাটি সেও গেছে ছেড়ে কোথায় যে কোন্ দূরে! আলো জ্বলে আজ ওই দ্যাখো ওই উজ্জ্বল রূপপুরে…

বহুকাল পরে তীর্থ বসেছে দূরে আলো জ্বলে আজ ওই দ্যাখো ওই উজ্জ্বল রূপপুরে।

বহু ধাঁধাপথ বহু ঘুরপথ ঘুরে তা-ও যদি পারি পৌঁছি রাতদুপুরে যাব পথে পথে হারিয়ে হারিয়ে পথহারানোর সুরে আলো জ্বলে আজ ওই দ্যাখো ওই উজ্জ্বল রূপপুরে…

বহুকাল পরে তীর্থ বসেছে দূরে আলো জ্বলে আজ ওই দ্যাখো ওই উজ্জ্বল রূপপুরে।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড