• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : গর্ভধারিণী মায়ের ব্যথা

  মো. গোলাম মোস্তফা (দুঃখু)

১২ মে ২০১৯, ১০:৪৮
কবিতা
ছবি : প্রতীকী

মা জন্ম দিলো পৃথিবীতে, ভর আশা নিয়ে।

মা যে এবার হাসি দিবে, খোকা কে বুকে নিয়ে।

গর্ভধারিণী মায়ের ব্যথা, ভুলার মতো নয়। হাসি মুখে সকল ব্যথা লুকিয়ে রাখে, খোকার হাসি দেখে।

দিনের আলো তুফান তুলে! মায়ের কষ্ট দেখে। খোকার চিন্তায় মা যে এবার, কষ্ট নিলো বুকে।

মায়ের হাসি দেখবো বলে, বসে থাকি দিন দুপুরে। মরণ আমার চাই না মা গো । তোমায় কষ্ট দিয়ে!

নিশ্বাস চলে যাক, কষ্ট হবে না । মা গো তুমি কষ্ট পেলে, সুখ হবে না আমার মাটির ঘরে।

মা গো, তুমিহীনা ভাবনা বড় বিষাদময়! বাঁচতে হলে নিশ্বাস নিবো তোমার আঁচলে।

কষ্ট দিলে ক্ষমা করো, মা গো হৃদয় দয়াময়।

তুমি বিশ্ব মমতাময়ী মা, তোমার পরশে বেঁচে আছি – কঠিন পৃথিবীর বুকে।

খাবার টেবিলে তোমার হাসি, বুঝতে পারি নাই! তুমি না খেয়ে দিয়েছো খাবার, হৃদয় হাসি দিয়ে।

মা গো তুমি কষ্ট পেলে, নিশ্বাস যাবে চলে। নয়ন আলো বিশ্ব দেখে, তোমার হাসি দেখে।

হৃদয় আয়নাতে তোমার ছবি আঁকি, মধ্যরাতে যখন ভয়ে ভয়ে থাকি।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড