• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মারুফ আহমেদ নয়নের একগুচ্ছ কবিতা

  মারুফ আহমেদ নয়ন

১১ মে ২০১৯, ১২:০৭
কবিতা
ছবি : প্রতীকী

অন্ধকার ও অমাবস্যা

অন্ধকার বলে অমাবস্যাকে নির্দেশ করছ, চাঁদের আলো গিলে খাচ্ছে এক মায়াবী অন্ধকার, ঘোর, ক্লান্তি, সময়ের মৌন আবেদন ছুঁয়ে দেখি, আমার হাত-পা কেটে নিয়ে যাচ্ছে একদল জল্লাদ, আমার মাথা কেটে ঝুলিয়ে রেখেছে বাড়ির সিংহ দরজায়, যেনো আমার ঘর এক জাদুঘর, এখানে এনে টানানো হবে হরিণের কঙ্কাল এবং সমুদ্রের দীর্ঘদেহী মাছের ফসিল, এবং রুয়ে রাখা বহু পুরাতন ফসলের বীজ।

মুখস্থ নেই কিছু

মুখস্থ কিছু নেই তবুও তোমাকে লিখছি সাদা অফসেট জুড়ে, নীল কালিতে যতবার আঁকছি তোমার চুল ততবার মেঘ হয়ে উড়ে যাচ্ছে,যতবার আঁকছি কাজল কালো চোখ,প্রশস্ত দৃষ্টি সীমানা ততবার দেখছি অভিমানের বিষে ভরে গেছে পথ, ভাঁটফুলের স্মৃতি মুখর দুপুর, জেনেছি এখানে কাছে মায়ার নদী, চীনা বাদাম ও ভুট্টার ক্ষেত, বৃষ্টি নেমে এলে তোমার চুলগুলো যেহেতু মেঘ অতত্রব আমি ভিজে যাবো।

মায়া মন্ত্র ধ্বনি

মায়া কাটানোর মন্ত্র জানিনা, জানি মাছের শরীরে রয়েছে আঁশ, আমিষের আঁশটে গন্ধ, একুরিয়ামে সাঁতার কাটা রূপসী মাছ জল থেকে উঠে এলে লেখার টেবিলে মৎস্যকুমারী হয়ে যায়,টেবিলে মোমবাতি পোড়ে, এ্যাশ ট্রেতে পোড়ে সিগারেট, আমি নেক্রোনমিকন না বোঝা গাণিতিক, তোমার দিকে সহজ শর্তে মন বাড়ালে তা কি ফেরত পাবো, আমাকে যা ভাবছো আমি কিন্তু তা না, দেখো চোখে মুখে লেগে আছে জেলখানার স্মৃতি।

ঠাণ্ডা জলের কবিতা

সিগারেটে নিষিদ্ধতা রয়েছে, মদে ক্ষতিকর এলকোহল, আমার আছে ট্যাপ গড়ানো জল, তাতেই নেশা হয়, লেখার টেবিলে বসে দেখি মাছ গিলে খাচ্ছে কুমিরকে, বাঘ এবং হরিণেরা সন্ধি-প্রস্তাবে স্বাক্ষর করছে, হরিণ কখনো বাঘ খাবেনা, বাঘ কখনো চিতা বাঘকে এইসব ভেবে ঘোড়ার খুরের আঘাতে ধুলো উড়িয়ে চলে যান কবি ধু ধু মরু-প্রান্তরে।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড