• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : নিধন

  নিরব আহমেদ ইমম

০৯ মে ২০১৯, ১০:৩৪
কবিতা
ছবি : প্রতীকী

হয়তো বা আমি কাল থাকব না। তাই বলে শশাঙ্ক তার হলদে আভা দিতে ভুল করবে না। হয়তো বা আমি কাল দেখব না। সবুজের বুকে কৃষকগোষ্ঠীর পথচলা।

প্রতিদিনের মতো পূর্বকাশে সূর্য তার রশ্মিজাল নিয়ে প্রভাত আনতে ভুল করবে না। হয়তো সেদিন আমার ঘুম ভাঙবে না।

প্রকৃতি তার চিরচেনা নিয়মে চালিয়ে যাবে চারিপাশ। সেদিন তো আর আমার জন্য তারা থেমে থাকবে না।

সেদিন-ই হয় তো কিছু লোক শোকাবহ হবে আমাকে হারানোর ক্ষণে। দু’ফোটা নয়ন জলে ভাসাবে তার আদরের চেহারা খানি।

স্মৃতি হয়ে রবো সদা সবারই অন্তরে। দুদিন যাবে চার দিন হবে সাত দিনের দিন সবাই যাবে ভুলে।

কারও কাছে হয়তো স্মৃতি হয়ে রবো তার অন্তরে। হাজার ছলনা কিংবা নয়ন জলে খুজবে আমারে, সেদিন হয়তো চলে যাব সেই না ফেরারি দেশে।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড