• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুমাইয়া আক্তারের পাঁচটি চতুষ্পদী কবিতা

  সুমাইয়া আক্তার

০৮ মে ২০১৯, ১৩:৫২
কবিতা
ছবি : প্রতীকী

শূন্য এবুকে পাখি মোর ফিরে আয়, ফিরে আয়, মোর পরান আজি তোর ছায়া চায়, ছায়া চায়। হাহাকার বলিবার স্থান নাই, লুকাবার কোন মতে; স্মৃতি তোর পড়ে আছে আজো, এবুকের সজ্জায়।

এক পাশে গানের সুর, অন্য পাশে মাতম শুনি, ওই গেলো জলসা ছেড়ে, তল্লাটের সবচে গুণী; চাঁদের হাসি সূর্যের আলো, জীবনেরই এক সুতা; দখল করতে এই বসত, অন্যকেউ আসবে মুনি।

হুরের লোভে মারলি ওরে পিষে প্রতিশ্রুতির বিবি, নগদ ছেড়ে বাকি রেখে, নিলি নরক দ্বারের চাবি। চিলেকোঠার সে কি চায়, আত্মার খোরাক কী? কোথায় হবে নিবাস শেষে, শুধু পরিণতিই ভাবি।

চাকরি আমি চাই না শোন, বোন হত্যার বিচার চাই, বেশ তো আছি গর্ব নিয়ে, আমি যে বীরাঙ্গনার ভাই। বোনের সাথে ধর্ষিত হলো, মুক্তিযোদ্ধার বাংলাদেশ; পাপীরা চায় দেশ পাকিস্তান হোক, চল যুদ্ধে যাই।

আহা মরি কই কাণ্ডারি, মানুষ মাঝে পশুর বাস, মানুষে মানুষ পোড়ে, চোরের গায়ে ধর্মের লেবাস। মানুষ আমার দেশটা আমার, সন্তান আমি এই দেশের; বুক পেতে সব এগিয়ে এলেই, ধ্বংস হবে সকল ত্রাস।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড