• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : আশা

  নজির আহমেদ

০১ মে ২০১৯, ১৩:২৩
কবিতা
ছবি : প্রতীকী

মায়াবিনী আশায় আজও বেঁচে আছি, আশার স্নেহ মায়ায়। সৃষ্টির মায়াকুঞ্জে,স্রষ্টার রহস্যময় লীলাখেলায়।

আমিতো অর্থ-সম্পদ চাইনি পাহাড় সমান, সম্মান চাইনি জগৎজোড়া। মনে ছিলো আশা, একদিন নিশ্চই পাবো তোমার ভালোবাসা।

রাতের পর দিনের মত করে যাওয়া-আসা, আশা আর নিরাশা। সর্বোত্তমের আশায় বাঁধি বুক, সর্বনিম্ন পাই যদি তবুও ভাবি এ আমার সুখ।

সকল মঙলজনক আশাই আত্মার নোঙর, অপূর্ব আশার ক্ষমতা! যতক্ষণ মানুষের দেহে প্রাণ আছে ততক্ষণ, আশাই হলো খরস্রোতা!

আশা করে বারবার আশাহত হই, আশাপরাহত নই। ঘুরে ঘুরে ফিরে ফিরে, আশা আসে, চৈত্র মাঘ আষাঢ় মাসে; জেগে থাকে আহত আশা নিষ্ঠুর দুরাশার পরবাসে।

ছোট জীবনে সময় বয়ে যায় দ্রুত, যৌবনে জ্বরা নামে ফুলের সৌন্দর্য হয় বিবর্ণ। মানুষ থেকে মানুষের ছায়া দীর্ঘ হলে, আশার বাঁশে ঘুনের বাসা-সময় বোঝায় সংকীর্ণ।

আশা করেছেন তো ভূগেছেন___ এমন কেউ কী আছেন আশা ছাড়া কেটেছেন? একই মুদ্রার দুই পিঠ___ আশা আর হতাশা,আশায় বেঁচে থাকে ভালোবাসা।

আশার দুয়ারে আমি একজন কাঙাল মেহমান, ভবিষ্যত রাখি আলোকিত। বর্তমান অতীত হয় ভবিষ্যত বর্তমান___ আশায় আশায় ভবিষ্যতের দিকেই চেয়ে থাকি।

নিরাশায় ভবিষ্যত আশাহত বর্তমান অন্ধকার, আশাকে চরিতার্থ করার জন্য নিরাশ হওয়াও দরকার।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড