• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মে দিবসের তিনটি বিখ্যাত কবিতা

  সাহিত্য ডেস্ক

০১ মে ২০১৯, ০৯:৩৯
কবিতা
ছবি : প্রতীকী

মে দিবসের কবিতা সুভাষ মুখোপাধ্যায়

প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য কাঠফাটা রোদ সেঁকে চামড়া। চিমনির মুখে শোনো সাইরেন-শঙ্খ, গান গায় হাতুড়ি ও কাস্তে, তিল তিল মরণেও জীবন অসংখ্য জীবনকে চায় ভালবাসতে। প্রণয়ের যৌতুক দাও প্রতিবন্ধে, মারণের পণ নখদন্তে; বন্ধন ঘুচে যাবে জাগবার ছন্দে, উজ্জ্বল দিন দিক্-অন্তে। শতাব্দীলাঞ্ছিত আর্তের কান্না প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা; মৃত্যুর ভয়ে ভীরু বসে থাকা, আর না - পরো পরো যুদ্ধের সজ্জা। প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য এসে গেছে ধ্বংসের বার্তা, দুর্যোগে পথ হয় হোক দুর্বোধ্য চিনে নেবে যৌবন-আত্মা।

মহান মে দিবস শেখ মাফিজুল ইসলাম

উদয়-অস্ত খাটতেই হবে নেই কোন বিশ্রাম অর্থ-লোলুপ পিপাসা ওদের বেড়ে যায় অবিরাম।

এ-বঞ্চনার শেষ ক’বে হ’বে শ্রমিক পায়না ভেবে মনের মধ্যে জমে ওঠে ক্ষোভ প্রতিশোধ তারা নেবে।

মুষ্টিবদ্ধ হাজারো হাতের গগনভেদি হুংকার আট-ঘন্টায় কাজ শেষ হবে মালিক হও হুঁশিয়ার।

মালিক পক্ষ বন্দুক হাতে ঝাঁকেঝাঁকে গুলি ছোড়ে বুকচিতিয়ে দাঁড়ায় শ্রমিক এক চুলও না নড়ে।

বুলেট-বিদ্ধ শ্রমিকের জামা হ’য়ে গ্যাল লালে লাল সেই জামাটিই লাল পতাকা অম্লান চিরকাল।

‘দুনিয়ার মজদুর এক হও’ শ্লোগানে বিপ্লবের সেই বীজমন্ত্র পৌছালো কানে কানে।

চীন, ভিয়েতনাম, কোরিয়া, কিউবা,বিশ্বের নানা দেশে রক্ত-ঝরানো শ্রমিকের পথ রুশ-বিপ্লবে মেশে।

পহেলা মে’র আত্মত্যাগে শ্রমজীবী পেলো শিক্ষা শ্রমের মূল্য দিতেই হ’বে এটা নয় প্রাণ-ভিক্ষা।

ভাস্কর চৌধুরী রাজধানী এক্সপ্রেস

বেশ ভালো চলছে আমাদের এই গণতন্ত্রায়ন ইটফাটা দুপুরে রৌদ্রের ঘ্রাণ মিনিম্যাক্সি রাস্তায় বালকেরা ফটাফট ডাক দ্যায় পাছার প্যান্টের শ্রী আর উপরে দেশের ক্রিকেটের গেঞ্জি ডাকে মিরপুর মিরপুর প্যাসেঞ্জার তাদেরও ঘামের গন্ধ ইটফাটা রোদে ভিজে চমৎকার ফুটপাতমুক্ত স্বদেশে চার লক্ষ বিক্রেতা বেকার কালকের জোকারের হাতে আজ সাফসুতরো ঢাকা বাহ, বেশ ইটফাটা রোদের পর বিকেলে গরীবের হাট ফুটপাত ফাঁকা।

ওডি/এসএন

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড