• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

'শাপমোচন' এর স্রষ্টা ফাল্গুনী মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধা

  সাহিত্য ডেস্ক

২৫ এপ্রিল ২০১৯, ১১:০০
ফাল্গুনী মুখোপাধ্যায়
ফাল্গুনী মুখোপাধ্যায়

বাংলা সাহিত্যে ফাল্গুনী মুখোপাধ্যায় এক অনন্য এবং উজ্জ্বল একটি নাম। তিনি একাধারে একজন খ্যাতনামা বাঙালি লেখক, ঔপন্যাসিক ও সম্পাদক। তাঁর প্রকৃত নাম তারাপদ।

১৯০৪ সালের ৭ মার্চ ভারতের পশ্চিমবঙ্গের খয়রাশোলের নাকড়াকোন্দা গ্রামে জন্মগ্রহণ করেন ফাল্গুনী মুখোপাধ্যায়। তাঁর নামে ২০০৭ সালে এই গ্রামের একটি পাড়ার নামকরণ করা হয় 'ফাল্গুনী পল্লি'।

তাঁর লেখা উপন্যাস পড়ে সাহিত্যচর্চায় আগ্রহী হয়ে উঠেছিলেন অনেকেই। তাঁর উপন্যাসের জনপ্রিয়তা এতটাই ছিল যে চলচ্চিত্রের কাহিনী হিসেবেও সেগুলো সমাদৃত হয়েছিল।

'শাপমোচন' ও 'চিতা বহ্নিমান' তাঁর বিখ্যাত দুইটি উপন্যাস। এই দুই উপন্যাসের জনপ্রিয়তা এখনও তেমনই আছে। পাঠকসৃষ্টিতে তাঁর ভূমিকা অনন্য।

'বঙ্গলক্ষী' মাসিকপত্রের সম্পাদক থাকাকালীন তাঁর সাহিত্য জীবন শুরু হয়।

১৯৫৫ সালে তাঁর রচিত 'শাপমোচন' উপন্যাস অবলম্বনে কলকাতার পরিচালক সুধীর মুখার্জি উত্তম কুমার-সুচিত্রা সেন জুটিকে নিয়ে একই নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। এছাড়া ২০০৯ সালে দুর্গা পূজা উপলক্ষ্যে বাংলাদেশী নাট্য নির্মাতা এসএম দুলাল একই নামে একটি টেলিফিল্ম নির্মাণ করেন। আহসান হাবীব নাসিম ও মেহবুবা মাহনুর চাঁদনী অভিনীত টেলিফিল্মটি এনটিভিতে প্রচারিত হয়।

১৯৭৫ সালের ২৫ এপ্রিল সাহিত্যে অনন্য ভূমিকা রাখা এই লেখক পরপারে পাড়ি জমান।

ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা উপন্যাসগুলোর নাম:

- চিতা বহ্নিমান - শাপমোচন - আকাশ বনানী জাগে (১৯৪৩) - আশার ছলনে ভুলি (১৯৫০) - বহ্নিকন্যা (১৯৫১) - ভাগীরথী বহে ধীরে (১৯৫১) - মন ও ময়ূরী (১৯৫২) - জলে জাগে ঢেউ (১৯৫৪) - মীরার বধূয়া (১৯৫৬) - স্বাক্ষর (১৯৫৭) - চরণ দিলাম রাঙায়ে (১৯৬৬) - বধূ - ফুলশয্যার রাত - ফাল্গুনী অমনিবাস

ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা কাব্যগ্রন্থগুলোর নাম:

- হিঙ্গুল নদীর কূলে (১৯৩৫) - কাশবনের কন্যা (১৯৩৮)

আজ ২৫ এপ্রিল লেখকের প্রয়াণ দিবসে তাঁর জন্য 'দৈনিক অধিকারের' পক্ষ থেকে রইলো বিনম্র শ্রদ্ধা।

তথ্যসূত্র: ইন্টারনেট

ওডি/এএন

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড