• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শ্যামলী রক্ষিতার দুটি কবিতা

  অধিকার ডেস্ক    ২৪ এপ্রিল ২০১৯, ১১:৪৯

কবিতা
ছবি : প্রতীকী

মরশুমি শস্য দেখো নি নয়ন মেলে তাই জাগে নি আকাশ সূর্যের সব কিরণ গোপনে রাখা আছে তোমার ভিজে পাতার কিনারায়, থমকানো নদীর মত। তুমি তাকালে আলো ঝলমল রোশনাই এসে ভিজিয়ে দেবে শুকনো হৃদয়। আর টুপ টাপ গড়িয়ে পড়বে সকালের স্নিগ্ধ বাতাস থেকে সুগন্ধি বকুল। বলাকারা মেঘ ছুঁয়ে ছুটে যাবে অনাবাদী খাতার কাছে একে একে অক্ষর বীজ বুনে তুলে নেবে মরশুমি

শস্য। ফলবতী পৃথিবীতে স্বপ্নের মত মায়াবী আলিঙ্গনে ভালোবাসার ঘর জ্যোৎস্না কিরণ ঢালা উঠোন থই থই জলকে চলার সুবর্ণ জীবন।

বিশ্বাস তোমার রুক্ষ চোখে ঘড়ির পেন্ডুলাম দোলে তীক্ষ্ণ আঘাতে ভেঙে দিতে চাও পালিত অভিমান। টুকরো টুকরো হয়ে ঝরে পড়ে এক একটা বিশ্বাস কেউ কথা রাখে কি না এই অপেক্ষায় কতবার সেই বীভৎস স্মৃতির মুখোমুখি বসেছি। উপমাহীন বোধের অকিঞ্চিত আনাগোনা, যা কেবল নিজেকেই পুড়িয়ে খাঁটি করে নিরন্তর দহনে।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড