• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : স্মৃতিকথন

  অনামিকা ইসলাম অন্তরা

২২ এপ্রিল ২০১৯, ১৩:২৬
কবিতা
ছবি : প্রতীকী

মেঘ বালিকা- তোমার মনে আছে কি আমাদের প্রথম দেখাটা কোথায় হয়েছিল? নাকি ভুলে গেছ? যাক, ভুলে গেলেও মনে করিয়ে দিচ্ছি।

সেবার আমি বন্ধুর গ্রামের বাড়িতে গিয়েছিলাম বেড়াতে, পড়ন্ত বিকেল গায়ের পথ ধরে হাঁটছিলাম মন্থর গতিতে। হঠাৎ ই পেছন থেকে মিষ্টি হাসির শব্দ ভেসে আসে, সেদিকে ফিরতেই আমার হাত থেকে রুমালটা পড়ে যায় মাটিতে।

আমার চোখ স্থির হয়ে ছিল দীর্ঘক্ষণ হারিয়ে ফেলেছিলাম নিজের বোধ শক্তি তোমার হরিণের মতো চোখ দুটি থেকে আমি ফেরাতে পারছিলাম না দৃষ্টি।

জানো মেয়ে- তোমার চিবুকের বাম পাশের কালো তিলটা আমার চেতনাকে জাগিয়ে দিচ্ছিল, সুগন্ধময় মুখের ভেতর থেকে বেরিয়ে আসা দাঁতের শুভ্রতা আমাকে পাগল করে তুলেছিল।

দৃষ্টি কেড়েছিল আমার তোমার মাথার দীঘল কালো চুল, যে কালো চুলের আধারে গেঁথে রেখেছিলে তুমি তিনটি তাজা কদম ফুল।

শোনো বালিকা- তুমি চলে গিয়েছিলে সেদিনের জন্য আমি তাকিয়ে ছিলাম তোমার হেঁটে যাওয়ার দিকে সেদিন তোমার রূপ দেখে- অজান্তেই উচ্চারিত হয়েছিল আমার মুখ থেকে, ‘মাশাআল্লাহ!’

এরপর এমন কোন দিন নেই তোমার জন্য অপেক্ষা করিনি, সকাল বিকাল নিয়ম করে সে স্থানে দাঁড়াতাম কিন্তু তোমার আর দেখা পাইনি।

কেটে যায় অনেকগুলো বছর আজ এতকাল পরে ভাবিনি কখনো এমন নাটকীয় ভাবে আমার জীবনে তোমার আবির্ভাব ঘটবে।

ওডি/এসএন

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড