• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আবু জুনাঈদের তিনটি কবিতা

  আবু জুনাঈদ

২২ এপ্রিল ২০১৯, ১০:৩৬
কবিতা
ছবি : প্রতীকী

ফণিমনসার ঝোপ

আমাকে হত্যা করে নাগরিক চলাচল আমাকে পিষে যায় বাস ট্রাক ট্রেন ট্রাম কার আর লরি কিংবা এই /শ শ / ব্য স্ত / রা জ/ প থ।

সিনেমা থিয়েটার নাচ আড্ডা ও গান কিংবা রাজনীতি কবিতাপাঠ স্লোগান আ মা র /কা নে র/ জ ন্য/ ঘো র ত র/ সাবধান!

দ্বার খোলো হে প্রিয় নিঃসঙ্গতা আমাকে লও হে মৃত্যুর চাইতেও দীর্ঘমেয়াদী নৈঃশব্দ্য আমাকে রক্ষা করো হে তালতলার ফণিমনসার ঝোপ।

শোকপ্রস্তাব

ওই দূর ঘন বিল ধলি বকটাও কিংবা মহাজন দীঘির পানকৌড়ি আমার বিরহে কি কাঁদে!.

নিজেদের সমাগমে পালক ঝাঁপটাতে ঝাঁপটাতে জানান দেয় কি অনানুষ্ঠানিক শোকপ্রস্তাব!

একদা আমার তাড়া খেয়ে জলমগ্ন যে ডাহুকীর নিত্য নাভিশ্বাস হতো রাতদিনভর ক্রমদীর্ঘশ্বাসে সেও কি বলে ওঠে কই রে? কই নচ্ছার!

কচুরিপানাগুলোও গোসলে আমাকে লুকাতো যে শীতলে

শুকিয়ে জ্বালানী অতঃপর অগ্নি ভস্ম হয়ে মিশে যাচ্ছে নিশ্চয় বঁধুয়ার আলতারাঙা হাতে

টগবগে তরুণী ছোটফেনী নদীনি একদিন আমাকে আঁকড়েছিলো তার মাংসল খাঁজে

স্কুল দেরি হবে বাহানায় কোনোমতে পালিয়েছিলাম লাজে

সেই নদীনিরও কি বিয়ে হয়ে গেছে স্বামীবাড়ি গেছে শ্বশুর ননদ অসুর ভাশুর জা এর ক্রমশোষণ ক্রমনিষ্পেষণ ক্রমক্রন্দন ক্রমভাঙ্গন ক্রম অভিমানে হারিয়ে গেলো কি অচেনা কোনো কাজলডাঙার বাঁকে

আমাকে ফিরিয়ে দেয় আমাকে তাড়িয়ে দেয় যদি আমার এই প্রিয়তমা আধুনিকা প্রেম কাম শহর ও সংসার

আমি কি খুঁজে পাবো তারে আমারে যে বলেছিলো একদিন দেখিস আমিই ঠিক দেখে রাখবো তোরে।

উন্নয়নের মহাপাতক

তোমরা ভীমরি খেয়ো না ভড়কে যেয়ো না আর এই তো আমাদের সেই স্বপ্নভূমি যাচিত স্বদেশ আর কাঙ্ক্ষিত উন্নয়ন—

নমাসের জন্মযুদ্ধ বলতে গেলে এখানেই এসে সুসফল—

আমাদের বর্ষপঞ্জির প্রথম পৃষ্ঠা থেকেই একেএকে উপচে পড়ে কেবল রোদন রোদন এবং রোদন—

বীরাঙ্গনাদের মত আমাদের রমণীদের কোপালেও যেন উত্তরসূরীর অবধারিত অধিকারের তিলক এঁকেএঁকে সুখ লুটে নিচ্ছে মানুষের মুখচ্ছবি-সম্বলিত স্বদেশী গুপ্তঘাতক—

উন্নয়নের মহাপাতকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে মেট্রোরেল অগুন্তি ফ্লাইওভার পদ্মাসেতুর শেষতম স্প্যান ছাপিয়ে প্লাবিত হচ্ছে শহর নগর গাঁ গ্রাম—

মায়েদের হৃৎপিণ্ডমন্থিথ হয়ে বাতাসতরঙ্গে ক্রমদোলায়িত হচ্ছে অজস্র শিশুর ক্রন্দন—

আকাশের ওই মেঘখণ্ডগুলোকে ক্রমাগত আরও ভারী করে তুলছে মানুষপোড়া ধোঁয়া—

পাখির গান নদীর কলতান সমুদ্রের গর্জনকেও স্তব্ধ করে দিচ্ছে ধর্ষিতার আর্তচিৎকারধ্বনি—

উন্নয়নের বহ্নিশিখায় বহুতল বিপণীবিতান মৎস্য ও সবজিবিতান পাড়া মহল্লা আর গুদাম আহা কী সুনসান দাউ দাউ লেলিহান...

তোমরা ভীমরি খেয়ো না ভড়কে যেয়ো না আর এই তো আমাদের সেই স্বপ্নভূমি যাচিত স্বদেশ আর কাঙ্ক্ষিত উন্নয়ন।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড