• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিশির মোরশেদের দুটি কবিতা

  শিশির মোরশেদ

২১ এপ্রিল ২০১৯, ০৯:০৯
কবিতা
ছবি : প্রতীকী

রাহমাতুল্লিল আলামীন

আমার স্বপ্নের ভেতর জেগে জেগে ওঠো ঘোড়ার খুরের আঘাতে আঘাতে জাগাও বুকের জমিন যেনো কেউ ডেকে বলছে, মুয়াজ্জিন মুয়াজ্জিন উঠে দাঁড়াও,শোনো- মিম্বারে কে খুৎবা পড়ছে দ্যাখো

রাহমাতুল্লিল আলামীন।

যদি কোনোদিন এমন হয় কসম আমার, সত্ত্বার কসম- জাগবোনা আর কোনোদিন

পায়চারি করে যদি মদীনার হাওয়া বারান্দায় বেলালের কণ্ঠে যদি কোনো ঝিঁঝিঁ পোকা গায় মরুর ধুলোরা এসে যদি বলে- ওঠো হে মুমিন দাঁড়াও, হাত বাড়াও- বাইরে দাঁড়িয়ে আছে

রাহমাতুল্লিল আলামীন।

দাঁড়াবো উঠে শয্যা ছেড়ে, অন্ধ চোখে খুঁলে দেবো দ্বার যদি হয়ে যায় মুলাকাত, পেয়ে যাই নবীর দেদার জড়াবো কলিজায়, গাফিলতি নয়- ঈমানী রূহ দেবো খুলে পায়ের ধুলোয় হয়ে যাবো পথ, যে পথে হেঁটেছে রাসুলে

যদি কোনোদিন নূরের আলো দুয়ারে এসে হঠাৎ দাঁড়ায়

আর কেউ ডাকে মুয়াজ্জিন মুয়াজ্জিন করে যদি না জাগি, ভেবে নিও - নবীজী এসেছে আমার লাশের ঘরে

যদি আর না জাগি কোনোদিন আমার মরাচোখে দেখতে যেন পাও- সুরমা হয়ে আছে

রাহমাতুল্লিল আলামীন।

যদি আমৃত্যু অনশনে নামি

যদি আমৃত্যু অনশনে নামি সারা দুনিয়া জেনে যাবে তুই কবির প্রেমিকা

এতোটা অবহেলায় পুড়াস না যাতে করে অন্ধ হয়ে যাই প্রেম কি এমনই? বিচ্ছেদে কেবল আগুন জ্বলে কবরের কান্না ও শোনা যায়

এতটা গোপন করে আঘাত দিস না ছুঁয়ে দেখ, কেউ কেউ এই হৃদপিণ্ডে -তুই ছাড়া

যদি আমৃত্যু অনশনে নামি সমগ্র দুনিয়া জেনে যাবে তুই কবির প্রেমিকা

কবির মৃত্যুর দিন তুই কার বাসরে যাবি? চোখে চোখ রেখে বল জাহানারা।

ওডি/এসএন

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড