• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : বর্ষাস্নাত মধ্যরাত

  সিকদার মাহবুব

২০ এপ্রিল ২০১৯, ১৪:০৬
কবিতা
ছবি : প্রতীকী

বর্ষাস্নাত মধ্যরাত,নিস্তব্ধ শীতলতায় ঝিমিয়ে প্রকৃতি। দিবসে গর্জনের ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে হয়ত। ঘুমাবেই তো,আর কত বজ্রধ্বনিতে লণ্ডভণ্ড করবে স্বাভাবিকতাকে। কত স্বপ্ন কত কল্পনা বিলাসকে নিদারুণ সংকটে ফেলবে। কত অশ্রু জড়াবে শিশির হয়ে।

বর্ষাস্নাত মধ্যরাত, ঘুম আসেনি চোখে। বিভীষিকাময় মুহূর্তগুলো এখনো ভ্রম হচ্ছে স্নায়ুতে। বেলকোনিতে বসে আছি। শ্যামলতাকে বুকে স্থান দেওয়ার আক্ষেপ যায়নি।আমি ঝুমঝুম বৃষ্টির টুপটুপ শব্দটাকে চেয়েছিলাম। আমি অবলোকন করছি তার তাণ্ডব এখনো থামেনি। তার আওলা বাতাস উপড়ে ফেলছে কত কচিকাঁচা অনুভূতিকে। আমার রুক্ষ চাহনি তাকে ভয়ার্ত করতে পারেনি। তার কর্কশতা দোলায়িত হচ্ছে পর্যায়ক্রমে। আত্মচিৎকার বাকরুদ্ধ তার রক্ততুফানে।

বর্ষাস্নাত মধ্যরাত, ঘুম আসেনি চোখে এখনো। শীতল বাতাস বইছে।ক্ষীণকায় তনুর লোম উষ্ণতার অপেক্ষায়। তার কাছে উষ্ণতা ধার চেয়েছিলাম বহুবার, আজও মুখ ফিরিয়ে। কত বায়না ধরেছি অর্ধেক সুখ পাওয়ার জন্য। বহুবার আশ্বাস দিয়েও ছন্দ দেয়নি আমাকে। ভিতর বাহিরকে ঘোচাতে গিয়ে দলিত হয়েছি বারংবার।

বর্ষাস্নাত মধ্যরাত,ঘুম আসেনি এখনো। শীতল বাতাস বইছে। মায়ের ভালবাসায় বুনন করা নকশিটাই শেষ ভরসা।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড