• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সৈয়দ শরীফের তিনটি ছড়া

  সৈয়দ শরীফ

১৮ এপ্রিল ২০১৯, ১০:১১
কবিতা
ছবি : প্রতীকী

হত্যাযজ্ঞ

রোজ দিন হচ্ছে নির্মম খুন যে, রাক্ষস হাসছে মানুষের কুঞ্জে। মায়াহীন দানবের বিবেক হয় অজ্ঞ, তাই করে ওরা রোজ হত্যাযজ্ঞ।

নিজ দেশে খুন হয় কত কত জাতি— আর রাক্ষস করে নিলো ধর্মকে হাতিয়ার। এ কেমন আচরণ মানুষের সাথে আজ? বিপ্লব-প্রতিবাদ কেন পশ্চাতে আজ?

নাই! নাই! পৃথিবীতে কোনো মানবতা নাই— বিবেকের আদালতে বিচার আজ যথা নাই। বাংলাদেশ হলো শুধু মানবতারই, বাকি সব? স্রেফ শুধু বড় বড় কথারই।

চলন্ত বোমা

দিব্যি আমরা বোমের সঙ্গে গাড়িতে চড়ছি— দেখোনি? আচ্ছা আমিই দেখিয়ে দিচ্ছি হও সচেতন এখনি।

গ্যাসের গাড়িতে লাগানো সকল সিলিন্ডার তো দেখেছো, কিন্তু ওসব নড়বর কিনা খেয়াল তুমি কি রেখেছো?

খেয়াল রাখাটা কারোর হয় না কেউ ভাবে না এসব আর, ওসবই বোমা— তাজা তাজা প্রাণ কেড়ে নিতে পারে যে সবার।

নিরাপদ হইনাই

যুগ যুগ ধরে আমরা শুধু যে সড়কের দোষ ধরি, আইন কখনো মেনে চলি বলো শ্রদ্ধা কি তাকে করি?

দৌড়িয়েই পার হয়ে যাই রোড ডানে-বামে গাড়ি তবু কোনো ভয় নেই— আমাদের খুব সাহস দিয়েছে প্রভু।

ফুট-ওভারেও উঠি না কখনো সময় আছে কি অত? গণতান্ত্রিক দেশে হয়ে যাবো আইনের কাছে নত?

লাইসেন্স কোনো জরুরি বিষয়? কাজে লাগে কোনো ওটা? পুলিশ ধরবে? চিন্তা কীসের? ঘুস দিয়ে দেবো মোটা।

নিরাপদ রোড— গলাটি ফাটিয়ে আমরা যে এত চাই, সত্যি কথা আমরাই আজও নিরাপদ হইনাই।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড