• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাবির ছোট কাগজ ‘উত্তরণের’ বর্ষপূর্তি উদযাপিত

  রাবি প্রতিনিধি

১০ এপ্রিল ২০১৯, ১৩:২৪
ছবি
ছবি : ‘উত্তরণের’ বর্ষপূর্তি উদযাপিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাহিত্য বিষয়ক ছোট কাগজ ‘উত্তরণের’ দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। গত মঙ্গলবার (০৯ এপ্রিল) দিনব্যাপী নানা আয়োজনে দিনটি উদযাপন করেন উত্তরণের নেতাকর্মীরা।

দিবসটি উপলক্ষে এ দিন বেলা ১১টার দিকে ড. মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। এরপর দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উত্তরণের প্রধান উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু।

সন্ধ্যায় ড. মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনের নিচতলায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর সম্পাদক মহব্বত হোসেন মিলনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও অনুবাদক জাভেদ হুসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. মানিকুল ইসলাম, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক মো. আমিরুল ইসলাম কনক, ভাষা বিভাগের সহকারী অধ্যাপক মো. সামিউল ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তরণের নির্বাহী সম্পাদক ফাহিমা শিকদার।

ওডি/এসএন

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড