• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

লুফাইয়্যা শাম্মীর তিনটি কবিতা

লুফাইয়্যা শাম্মী

  অধিকার ডেস্ক    ২১ মার্চ ২০১৯, ১৩:৫৩

কবিতা
ছবি : প্রতীকী

ক্রোধ

ফুলেল ঝালর থেকে ঐসব মাছির ভনভন শুনি আজকাল, গন্ধ নিই নতুন কিছুর... যেভাবে নগরীর মাথায় আছড়ে পড়ছে কুৎসিত চাঁদ সেভাবেই সাঁতার না পারা মাছেরা বরণ করে নিচ্ছে পঙ্গুত্ব- আর দেখো সেদ্ধ রক্তে উপচে পড়ছে ক্রোধ- বেদনায় কাতর ঠোঁটগুলি ছড়িয়ে যাচ্ছে পেঁয়াজের ঝাঁজ- নীলের শ্মশানে।

আদিখ্যেতা- বরাবরই পরিত্যক্ত লাল পোশাক! স্পর্শ- খোলসের মাঝে বিউটি সার্কাস! তারপর...!

এবার দেখো মেঘগুলোও সোনারোদে হেসে উঠে বারবার, ফর্সা হয়ে যায় চোখের গতিস্রােত, ময়লার বুকে নেচে যায় আরও কিছু নয়নতারা। তোমার হাওয়াই বুকে কে যেন নষ্ট হৃৎপি- দোলাচ্ছে- দুলতে থাকো-

আহা! হৃদয় পতনের সুরে তবু বেজে ওঠে প্রেমাতুর যন্ত্রণা।

ঝিঁঝিঁপোকা - ২

মেঘের ভেতরে সহবাস শেষে উঠে যাও প্রিয়, ইতিহাস খুলে পড়ে নাও গায়। জন্মান্তরবাদ বৃষ্টি হয়ে হরিন চোখে নেমে আসে, হরিতকি আর শিমুলের ডালে। ছোপ ছোপ কদমের গোছায় যেভাবে ইষ্টিকুটুম ডেকে উঠে সেভাবেই ভিড়ে - প্রিয়, তোমার মুখ। ঝিঁঝিঁপোকা, নদী শুরু হয়ে শেষ হয়ে যায়, তোমার জন্ম আমাতে অমরত্বের গান, কলসের জলে কিংবা তেঁতুল পাতায়, শুয়ে আছো কফিনের ডালা খুলে মৃত্যুহীন দৃষ্টিতে।

বিয়োগ - ৭

মেঘ ফুঁড়ে প্রশ্ন বিঁধেছিল এক গাছের ডালে। অথচ প্রশ্নতীরের আকাশে যাওয়ার কথা ছিল। দূরবর্তী যোগাযোগের শেষ চেষ্টায় ব্যর্থতার কালিমা ছেপে- তীব্র ঘুম লেপেছিলো চোখে। ঘর বেলীফুলে সুবাসিত, জানালায় ড্রীম কেচারে বন্দী একটি ঝুনঝুনি। টুনটুন আওয়াজ তুলে হাওয়ায় চুমু ভেসে এসেছে চোখের পাতায়। এভাবেই ঘুমিয়ে যায় সে স্বপ্নের ভেতর, জানে বেঁচে থাকার মাঝে কোনো উত্তর নেই।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড