• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জুলফিকার রবিনের দ্বিতীয় পর্বের পাঁচটি রুবাই

  জুলফিকার রবিন

২১ মার্চ ২০১৯, ১০:০২
কবিতা
ছবি : প্রতীকী

কোন সে প্রেমের মন্ত্রবলে ঘোরাও আমায় দিগ্বিদিক যতই তোমায় বাঞ্চা করি পোড়াও বুঝি তার অধিক মদ না খেয়েও এমন মাতাল কে হয়েছে কোনকালে নইলে কি আর সুখের স্থলে বেদনাকেই লাগছে ঠিক।

সময় যখন বেপরোয়া হয়ে হানছে আঘাত প্রেমের বুকে দেখেশুনে তাও চোখ বুজে থাকি জপে যাই প্রিয়তম নামটাকে অল্প ব্যথায় কাটেনা জীবন ডুব মারি তাই তোমার রূপে প্রেমিকের তরে নরকেই শুনি ফেরদাউসের স্বস্তি থাকে।

চোখের দেখায় মন পুড়ে যায় দোজাহানে যারে চাই এমন বাসনা পুষবো তেমন সাধনা কিছুই নাই হৃদয়ের দাম আকাশ ছুঁয়েছে আর আমি মুসাফির দ্বারে দ্বারে ঘুরে জমেছে কেবল জীবন পোড়ানো ছাই।

পান মুখে কেউ দিচ্ছে বয়ান নেশার দ্রব্য ঘোর হারাম দুই পেগ গিলে বলছে মাতাল ভূতের মুখেই রামের নাম আমরা সবাই ব্যস্ত কেবল পারস্পরিক ভুল খোঁজায় নিজের জীবন ঘাটলে পেতাম হাজার ভুলের স্বর্গধাম।

১০ পলাতক চোখ তাঁর ডাকাতের ছলাকলা জানে প্রবল দৃষ্টিবাণে তুফান উঠলো মনে প্রাণে চাতকের কোরবানি পরম রূপের নেসবতে হয় যদি হোক যত পুণ্য ও পাপ তাঁর শানে।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড