• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মঈন মুনতাসীরের দুটি কবিতা

  মঈন মুনতাসীর

২০ মার্চ ২০১৯, ১১:৩৪
কবিতা
ছবি : প্রতীকী

পাশাপাশি ঢেউ, গলে পড়া মোম এবং ওয়াসার পানি হয়তো একদিন পাশাপাশি শুয়ে রবো দুটি নিথর ঢেউ একে-অন্যে কেউ কারো গলা জড়াবো না হয়তো আমরা দুটি-ডানা ঐ বাজপাখির শরীরে আকাশের শূন্যতা ঘিরে বাতাসের যে শক্ত-প্রাচীর অতি ধীর ডানার আঘাতে হচ্ছে খানখান আর আমরা দুলে-দুলে গাচ্ছি প্রেম-মহিমার গান!

আগুনের সন্ধান পেয়ে গলে পড়া মোম এই নদীর কসম, যখন তার বুক শুকিয়ে যাবে আর দুচোখ দেখতে পাবে ফেঁপে ওঠা পেট শুধু নিরেট দুঃখ রবে জমা তবু জিকির রবে মুখে-প্রিয়তমা, প্রিয়তমা!

দেহ বিক্রি হয় বিলবোর্ডে তুমি বিক্রি হও মুলোর দামে ওয়াসার দুষিত পানির মতো- মুনতাসীরের কষ্ট নামে!

জাতীয় দৈনিক, ঘাতক এবং খাঁটি মদ কোনো এক জাতীয় দৈনিকের শিরোনাম হলো- ‘আততায়ীর হাতে খুন’ হয়েছি আমি। আমি হলাম ‘ফাইল ফটো’- বছরে দুএকদিন ওদের রুটি-রুজি জুটলো তাতে।

জাহান্নামে ঘুরতে গেলাম- সেখানে ঘাতকের সাথে আমার দেখা। শাস্তির ফেরেশতারা ওকে মদ পান করাচ্ছে। খুব কষ্ট পাচ্ছে ও, গগন বিদারী চিৎকার! এই মদ দেখে আমার খুব আফসোস হলো- একেবারে খাঁটি মদ, বিরহের মতো ঝাঁঝাঁলো!

জান্নাতে এমন মদ কোনোদিন মিললো না! তাইতো আমার ঘোর আসেনি- ভক্তির বৈঠায় জোর আসেনি- খোদার দিদার ভাল্লাগেনি খাঁটি মদের অভাবে, আমি বোধ হয় মরেছিলাম-ঘাতক নামক স্বভাবে!

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড